কুমিল্লা
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হায়দার আলী বলেছেন শিক্ষকরাই
পারেন একটি প্রতিষ্ঠান কে উপরে উঠাতে আবার শিক্ষকরাই গড়ে তুলতে পারেন ভাল
মেধাবী শিক্ষার্থী গড়ে তুলতে। শিক্ষকদের মনে রাখতে হবে তারা যা জানেন
ক্লাশে তার শত ভাগ শিক্ষার্থীদের মাঝে বিলিয়ে দিবেন। শিক্ষকদের জানা বিষয়
সমূহ শিক্ষার্থীদের মাঝে জানিয়ে দেওয়াটা হল আমানাত, আপনার দায়িত্ব আমানত
রক্ষাকরা, আপনাকে তাই করতে হবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন জীবনের
সবচেয়ে খুব সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ সময় হল শিক্ষার্থীদের এইচ এস সি। এটা হল
একটি টার্নিং পয়েন্ট, সে জন্য এই সময়কে কোন ভাবে অবহেলা করার সুযোগ নাই।
জীবনের সিড়িতে সবচেয়ে দরকার হল কঠোর পরিশ্রম এবং শৃঙ্খলার মধ্যে দিয়ে উপরে
উঠার কোন সটকাট রাস্তা নাই। শিক্ষকরা যেমন সর্বোচ্চ মেধা শ্রম দিয়ে
সহযোগিতা করবে তেমনি শিক্ষার্থীরা ও সহযোগিতা করতে হবে নিয়মিত ক্লাশে এসে।
তিনি আরও বলেন এককেক জন শিক্ষক হল একটা লাইট বা আলো প্রত্যেক শিক্ষক একেকটা
শিক্ষার্থীর জন্য মডেল তাই শিক্ষকগণ শিক্ষার্থীদের মাঝে সে আলো ছড়িয়ে দিতে
হবে। মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা
উত্তর ইউনিয়ন এর পারুয়ারা আব্দুল মতিন খসরু কলেজের আয়োজনে ২০২৫-২০২৬
শিক্ষাবর্ষে একাদশ শ্রেনীর নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি
এসব কথা বলেন।
সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোঃ আবু ইউসুফ ভূইয়া এবং
পরিচালনা করেন যৌথ ভাবে সহকারী অধ্যাপক সুজিত চক্রবর্তী ও সহকারী অধ্যাপক
মাহফুজা সুলতানা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা
বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ডঃ সোলায়মান,পারুয়ারা আব্দুল মতিন খসরু
কলেজের পরিচালনা কমিটির সভাপতি ও রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ
আব্দুল হান্নান, কলেজের প্রতিষ্ঠা সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ
আব্দুর রহমান রব, কলেজ পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও দাতা সদস্য মোঃ
নজরুল ইসলাম রুবেল,পারুয়ারা দারুস সূন্নাহ তালিমুল কোরআন মডেল মাদ্রাসার
সাধারণ সম্পাদক ও গ্রাম বাংলা এগ্রো ফুড ইনঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ,
হোসেন অব, সদস্য আব্দুর রব ভূইয়া, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মোছলেহ উদ্দিন, ও
প্রধান শিক্ষক মোঃ আব্দুল্লাহ আল মামুন।
আরও উপস্থিত ছিলেন কলেজের সকল
শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থী এবং এলাকার গণ্য মান্য ব্যক্তিবর্গ। নবীন
শিক্ষার্থীদের কলেজের পক্ষ থেকে ফুল দিয়ে ও শুভেচ্ছা জানিয়ে তাদের বরন করেন
কলেজ কর্তৃপক্ষ।