রোববার ২৮ সেপ্টেম্বর ২০২৫
১৩ আশ্বিন ১৪৩২
অপরাধ নিয়ন্ত্রণে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান কুমিল্লা পুলিশ সুপারের
পূজামণ্ডপে পুলিশের নিরবচ্ছিন্ন নিরাপত্তা থাকবে
প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৩৮ এএম আপডেট: ২৩.০৯.২০২৫ ১:১০ এএম |



 পূজামণ্ডপে পুলিশের নিরবচ্ছিন্ন  নিরাপত্তা থাকবে মাসুদ পারভেজ।।
 জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনগণের আস্থা অর্জনের জন্য পুলিশ সদস্যদের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে কুমিল্লা পুলিশ লাইন্স মিলনায়তনে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। সভায় জেলার বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে সকল পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, শান্তি-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে কোনো গাফিলতি বরদাস্ত করা হবে না। প্রতিটি দায়িত্ব সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে। জনগণকে আইনি সহায়তা ও জনসেবার মান উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে। মামলা তদন্তে মানোন্নয়ন, গ্রেফতারি পরোয়ানা তামিল, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারসহ অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে পুলিশকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।
আসন্ন শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দেন পুলিশ সুপার। তিনি বলেন, পূজামণ্ডপগুলোতে নিরবচ্ছিন্ন নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কোনো রকম বিশৃঙ্খলা বা সাম্প্রদায়িক অপতৎপরতা যাতে কেউ সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে কঠোর অবস্থানে থাকতে হবে।
তিনি আরও বলেন, পুলিশ হচ্ছে জনগণের আস্থার জায়গা। তাই অভিযোগ বা সমস্যার কথা শুনে সাধারণ মানুষকে সহানুভূতির সঙ্গে সেবা দিতে হবে। জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করতে পারলেই প্রকৃত অর্থে পুলিশ জনবান্ধব হয়ে উঠবে।
সভায় জেলা পুলিশের সদস্যরা তাদের নানাবিধ সমস্যা তুলে ধরেন। পুলিশ সুপার মনোযোগ সহকারে সেসব শোনেন এবং তাৎক্ষণিকভাবে সমাধানের আশ্বাস দেন। তিনি বলেন, ফোর্সের কল্যাণ নিশ্চিত করা এবং দায়িত্বশীলতা বৃদ্ধি এই দুটি বিষয় সমানভাবে গুরুত্ব দেওয়া হবে। পুলিশ সদস্যরা স্বস্তিতে থাকলে জনগনও নিরাপদে থাকবে।
তিনি নৈতিক স্খলনরোধ, প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা, দায়িত্ব পালনে দক্ষতা বৃদ্ধি, কর্তৃপক্ষের আদেশ-নির্দেশ যথাযথভাবে অনুসরণ এবং পেশাদারিত্ব বজায় রাখার ওপর জোর দেন। পাশাপাশি জনগণের সঙ্গে সুসম্পর্ক ও আস্থার পরিবেশ তৈরির আহ্বান জানান।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাশেদুল হক চৌধুরীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্র্যাফিক) মো. শামিম কুদ্দুস ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস)।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব ঘটতে পারে: তারেক রহমান
ইসলাম কোনো কোটা রাজনীতি নয় : সালাহ উদ্দিন আহমেদ
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি সুমন সাধারণ সম্পাদক ওয়াসিম
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরে আগ্রহী ভুটান
কুমিল্লায় নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ৭৯৭ পূজা মণ্ডপ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বহুল প্রতীক্ষিত সম্মেলন আজ
কুমিল্লা মহানগরে ‘আপ বাংলাদেশ’-এর আহ্বায়ক কমিটি ঘোষণা
সাব্বির হত্যা মামলা কুমিল্লায় দুই আ’লীগ নেতা গ্রেপ্তার
মুরাদনগরে কুকুরের কামড়ে আহত ৫০
৫ দফা দাবিতে কুমিল্লার বিভিন্ন স্থানে জামায়াতের বিক্ষোভ মিছিল
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২