রোববার ২৮ সেপ্টেম্বর ২০২৫
১৩ আশ্বিন ১৪৩২
পূজামণ্ডপ পরিদর্শনে কুমিল্লার জেলা প্রশাসক ও পুলিশ সুপার
'সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রেখে পূজা উদযাপনের আহ্বান '
প্রকাশ: রোববার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১:২৯ এএম আপডেট: ২৮.০৯.২০২৫ ১:৩৯ এএম |




 'সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায়  রেখে পূজা উদযাপনের আহ্বান 'নিজস্ব প্রতিবেদক।। কুমিল্লায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি নিশ্চিত করতে একযোগে কাজ করছে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনী। এরই ধারাবাহিকতায় কুমিল্লার জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার এবং পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন পূজা মণ্ডপগুলো সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা পূজা উদযাপন পরিষদ, পূজা মণ্ডপ পরিচালনা কমিটি ও উপস্থিত ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তারা সবার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রেখে পূজাকে নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখরভাবে সম্পন্ন করার আহ্বান জানান।
পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন এ সময় পূজা উদযাপন কমিটিকে আশ্বস্ত করে বলেন, প্রতিটি পূজা মণ্ডপে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য, আনসার ও ভলান্টিয়ার মোতায়েন করা হবে। তিনি পূজা মণ্ডপগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন, নিয়মিত মনিটরিং, নারী-পুরুষের জন্য আলাদা প্রবেশপথ এবং সুশৃঙ্খল সারিবদ্ধতা নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন। এছাড়া সামাজিক সম্প্রীতি বজায় রাখতে টহল কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি জোরদার করার ঘোষণা দেন।
অন্যদিকে, জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার পূজা মণ্ডপের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনী, জেলা আনসার কমান্ডার এবং জেলা প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বিভিন্ন পূজা মণ্ডপে ঘুরে নিরাপত্তা প্রস্তুতি মূল্যায়ন করেন। জেলা প্রশাসক জানান, পূজা উৎসবকে ঘিরে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সেনাবাহিনী সমন্বিতভাবে কাজ করছে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পূজা কমিটি ও স্থানীয় জনসাধারণকেও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
এ সময় জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এদিক, কুমিল্লা জেলায় প্রতিবছরের মতো এবারও শারদীয় দুর্গাপূজা ঘিরে ভক্ত ও পূজারীদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ সতর্কতা ও প্রশাসনের প্রস্তুতি উৎসবকে আরও নিরাপদ, শান্তিপূর্ণ ও আনন্দঘন করতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।



















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব ঘটতে পারে: তারেক রহমান
ইসলাম কোনো কোটা রাজনীতি নয় : সালাহ উদ্দিন আহমেদ
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি সুমন সাধারণ সম্পাদক ওয়াসিম
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরে আগ্রহী ভুটান
কুমিল্লায় নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ৭৯৭ পূজা মণ্ডপ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বহুল প্রতীক্ষিত সম্মেলন আজ
কুমিল্লা মহানগরে ‘আপ বাংলাদেশ’-এর আহ্বায়ক কমিটি ঘোষণা
সাব্বির হত্যা মামলা কুমিল্লায় দুই আ’লীগ নেতা গ্রেপ্তার
মুরাদনগরে কুকুরের কামড়ে আহত ৫০
৫ দফা দাবিতে কুমিল্লার বিভিন্ন স্থানে জামায়াতের বিক্ষোভ মিছিল
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২