রোববার ২৮ সেপ্টেম্বর ২০২৫
১৩ আশ্বিন ১৪৩২
চৌদ্দগ্রামে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের শিক্ষাবৃত্তি ও গুণীজন সংবর্ধনা
প্রকাশ: রোববার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১:২৯ এএম আপডেট: ২৮.০৯.২০২৫ ১:৩৯ এএম |



 চৌদ্দগ্রামে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের শিক্ষাবৃত্তি ও গুণীজন সংবর্ধনাস্টাফ রিপোর্টার: সুন্দর আগামীর প্রত্যাশায় স্লোগানকে ধারণ করে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নে অনুষ্ঠিত হলো ইসলামী সমাজ কল্যাণ পরিষদের ব্যতিক্রমী আয়োজন। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে কাদৈর উচ্চ বিদ্যালয় মাঠে এফএমএন বিজনেস অ্যাসোসিয়েটস লিমিটেডের সৌজন্যে আয়োজিত অনুষ্ঠানে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি, মেধাবী শিক্ষার্থী সংবর্ধনা এবং ২৭ জন গুণীজনকে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে ইউনিয়নের প্রতিটি বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী মোট ১৬৫ শিক্ষার্থীকে ক্রেস্ট ও পুরস্কার প্রদান করা হয়। পাশাপাশি সিরাতুন্নবী উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতার বিজয়ীদেরও পুরস্কৃত করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মাওলানা মো. মিজানুর রহমান। প্রধান বক্তা ছিলেন প্রকৌশলী মো. মোরশেদ আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষাবিদ ও সমাজসেবীরা।
ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ ও উদ্যোক্তা এইচএনএম শফিকুর রহমান। তিনি বলেন, শুভপুরকে আধুনিক, উন্নত ও শিক্ষাবান্ধব সমাজ হিসেবে গড়ে তুলতে এ ধরনের আয়োজন বিশেষ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক মোদাচ্ছের আলম, সহ-সভাপতি অধ্যক্ষ মো. ওমর ফারুক, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন ফয়সালসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রায় সহস্রাধিক মানুষের উপস্থিতিতে ব্যতিক্রমী এই আয়োজন শুভপুর ইউনিয়নে এক নতুন দৃষ্টান্ত হয়ে থাকবে বলে স্থানীয়রা জানান।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব ঘটতে পারে: তারেক রহমান
ইসলাম কোনো কোটা রাজনীতি নয় : সালাহ উদ্দিন আহমেদ
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি সুমন সাধারণ সম্পাদক ওয়াসিম
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরে আগ্রহী ভুটান
কুমিল্লায় নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ৭৯৭ পূজা মণ্ডপ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বহুল প্রতীক্ষিত সম্মেলন আজ
কুমিল্লা মহানগরে ‘আপ বাংলাদেশ’-এর আহ্বায়ক কমিটি ঘোষণা
সাব্বির হত্যা মামলা কুমিল্লায় দুই আ’লীগ নেতা গ্রেপ্তার
মুরাদনগরে কুকুরের কামড়ে আহত ৫০
৫ দফা দাবিতে কুমিল্লার বিভিন্ন স্থানে জামায়াতের বিক্ষোভ মিছিল
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২