স্টাফ
রিপোর্টার: সুন্দর আগামীর প্রত্যাশায় স্লোগানকে ধারণ করে কুমিল্লার
চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নে অনুষ্ঠিত হলো ইসলামী সমাজ কল্যাণ
পরিষদের ব্যতিক্রমী আয়োজন। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে কাদৈর উচ্চ
বিদ্যালয় মাঠে এফএমএন বিজনেস অ্যাসোসিয়েটস লিমিটেডের সৌজন্যে আয়োজিত
অনুষ্ঠানে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি, মেধাবী শিক্ষার্থী
সংবর্ধনা এবং ২৭ জন গুণীজনকে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে
ইউনিয়নের প্রতিটি বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয়
স্থান অর্জনকারী মোট ১৬৫ শিক্ষার্থীকে ক্রেস্ট ও পুরস্কার প্রদান করা হয়।
পাশাপাশি সিরাতুন্নবী উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতার বিজয়ীদেরও পুরস্কৃত
করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি
মাওলানা মো. মিজানুর রহমান। প্রধান বক্তা ছিলেন প্রকৌশলী মো. মোরশেদ আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান
শিক্ষক, শিক্ষাবিদ ও সমাজসেবীরা।
ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির
বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ ও উদ্যোক্তা এইচএনএম শফিকুর রহমান। তিনি
বলেন, শুভপুরকে আধুনিক, উন্নত ও শিক্ষাবান্ধব সমাজ হিসেবে গড়ে তুলতে এ
ধরনের আয়োজন বিশেষ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক
মোদাচ্ছের আলম, সহ-সভাপতি অধ্যক্ষ মো. ওমর ফারুক, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন
ফয়সালসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রায় সহস্রাধিক মানুষের উপস্থিতিতে ব্যতিক্রমী এই আয়োজন শুভপুর ইউনিয়নে এক নতুন দৃষ্টান্ত হয়ে থাকবে বলে স্থানীয়রা জানান।