নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র সম্মেলন উপলক্ষে ৫টি পদে মোট ১৩
জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একক
প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বর্তমান আহ্বায়ক জাকারিয়া তাহের
সুমন ও আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন
কমিশনার এ্যাডভোকেট মোঃ ইউসুফ আলী।
দলীয় সূত্রে জানা গেছে, গতকাল ২৪
সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করার শেষ সময় পর্যন্ত সহ-সভাপতি পদে
মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তিন জন। তারা হলেন সিদ্দিকুর রহমান, আমিরুজ্জামান
আমির, জসিম উদ্দিন।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনয়ন পত্র সংগ্রহ
করেছেন ৪ জন। তারা হলেন- মাহবুব আলম চৌধুরী, কামরুল হুদা, সারোয়ার জাহান
দোলন, আমান উল্যাহ আমান।
সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন
৪ জন। তারা হলেন, মাহবুব আলম চৌধুরী, নজরুল ইসলাম চৌধুরী, মোস্তফা জামান,
ইকরামুল হক মজুমদার।
আগামী ২৭ সেপ্টেম্বর কুমিল্লা টাউন হল মাঠে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।