রোববার ২৮ সেপ্টেম্বর ২০২৫
১৩ আশ্বিন ১৪৩২
পূজামন্ডপের নিরাপত্তায় ৫০৯৬ আনসার ও ভিডিপি সদস্য
প্রকাশ: রোববার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১:০৯ এএম আপডেট: ২৮.০৯.২০২৫ ১:৩৯ এএম |


  পূজামন্ডপের নিরাপত্তায়  ৫০৯৬ আনসার ও  ভিডিপি সদস্য সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মী উৎসব শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে সারাদেশের পূজামন্ডপগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে। ২৪ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবরপর্যন্ত টানা ৯ দিন দেশের ৩১,৫৭৬টি পূজামন্ডপে মোতাযেন থাকবে বাহিনীর ২ লক্ষাধিক প্রশিক্ষিত আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা মোতায়েন করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কুমিল্লা জেলার ১৭ টি উপজেলার ৭৯৭টি পূজা মন্ডপের নিরাপত্তা নিশ্চিত কল্পে ৫০৯৬ জন আনসার ভিডিপি সদস্য সদস্যা মোতায়েন করা হচ্ছে। এছাড়াও ব্যাটালিয়ান আনসারের দুইটি স্টাইকিং ফোর্স যে কোন জরুরী পরিস্থিতি মোকাবেলায় নিয়মিত টহল ও মুভমেন্টে থাকবে। প্রথম ধাপে ২৪শে সেপ্টেম্বর হতে ২৬ শে সেপ্টেম্বর পর্যন্ত কুমিল্লা জেলার ১৭টি উপজেলায় ৭৯৮টি পূজা মন্ডপে মোট ১৮৮২ জন আনসার ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছিল। মোতায়েনের পূর্বে সদস্যদের করণীয় ও বর্জনীয় বিষয়সহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনামূলক ব্রিফিং প্রদান করা হয়েছে। পূজার মূল অনুষ্ঠানে মোতায়েন এর পূর্বে আজ ২৭শে সেপ্টেম্বর শনিবার সকাল ১২ ঘটিকায় কুমিল্লা জেলা আনসার ভিডিপি কার্যালয়ে করণীয় বর্জনীয় সার্বিক দায়িত্ব পালনের বিষয়ে ব্রিফিং প্রদান অনুষ্ঠানে কুমিল্লা জেলার জেলা কমান্ড্যান্ট জনাব মোঃ রাশেদুজ্জামান এ সকল বিষয়ে অবহিত করেন। এই ব্রিফিং প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা রেঞ্জের রেঞ্জ কমান্ডার জনাব মোঃ মাহবুবুর রহমান, পিএএমএস, পিভিএমএস মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার ইউএনও জনাব ফাতেমা তোজ জোহরা এবং অফিসার্স ইনচার্জ (তদন্ত), জনাব শরীফ ইবনে আলম। এছাড়াও আরোও উপস্থিত ছিলেন সার্কেল অ্যাডজুট্যান্ট মনিরুল ইসলাম উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, আদর্শ সদরসহ রেঞ্জ ও জেলার অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ব্রিফিং প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, দুর্গাপূজা হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এই উৎসবটি নির্বিঘ্নে ও নিরাপদে সম্পাদনের জন্য প্রত্যেক আনসার-ভিডিপি সদস্যদের সতর্কতার সাথে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। সারাদেশের ন্যায় কুমিল্লা জেলার প্রতিটি পূজামন্ডপের অত্যন্ত সৌহার্য্য ও ভাব গাম্ভীর্য পরিবেশ বজায় রাখার জন্য সচেষ্ট থাকতে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করেন। পাশাপাশি বিশেষ নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে এবারের দুর্গাপূজায় প্রথমবারের মতো "শারদীয় সুরক্ষা অ্যাপস" ব্যবহার করা হচ্ছে। এই অ্যাপসের মাধ্যমে মাঠ পর্যায়ে দায়িত্ব পালনরত সদস্যরা দুর্ঘটনা, হুমকি বা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে অ্যাপসের মাধ্যমে রিপোর্ট করবেন। এর ফলে প্রয়োজনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।
এছাড়া কুমিল্লা রেঞ্জের ০৬টি জেলায় আনসার ব্যাটালিয়নের ০৮টি স্ট্রাইকিং টিম নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করবে এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। তিনি আরো বলেন- বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় সদস্যরা সর্বদা জনগণের নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। সদস্যদের নিরলস প্রচেষ্টা ও আধুনিক প্রযুক্তি নির্ভর নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে এবারের শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দমুখর পরিবেশে উদযাপিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব ঘটতে পারে: তারেক রহমান
ইসলাম কোনো কোটা রাজনীতি নয় : সালাহ উদ্দিন আহমেদ
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি সুমন সাধারণ সম্পাদক ওয়াসিম
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরে আগ্রহী ভুটান
কুমিল্লায় নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ৭৯৭ পূজা মণ্ডপ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বহুল প্রতীক্ষিত সম্মেলন আজ
কুমিল্লা মহানগরে ‘আপ বাংলাদেশ’-এর আহ্বায়ক কমিটি ঘোষণা
সাব্বির হত্যা মামলা কুমিল্লায় দুই আ’লীগ নেতা গ্রেপ্তার
মুরাদনগরে কুকুরের কামড়ে আহত ৫০
৫ দফা দাবিতে কুমিল্লার বিভিন্ন স্থানে জামায়াতের বিক্ষোভ মিছিল
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২