নির্বাচনের জন্য মাঠে নামতে হবে কিনা এ বিষয়ে বিএনপি শারদীয় দুর্গা পূজার পর ভাববে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর লালবাগে দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় কালে তিনি এই কথা বলেন।
দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো রাজনৈতিক শক্তি ঘোলা পানিতে মাছ শিকার করতে পারে, এমন আশঙ্কার কথা জানিয়ে পূজা নির্বিঘ্নে শেষ করতে নেতাকর্মীদের সজাগ থাকার আহবান জানান তিনি। পাশাপাশি নির্বাচনকে কেন্দ্র করে জনগণ বিভক্ত হয়; নেতাকর্মীদের এমন কাজ না করারও আহবান জানান গয়েশ্বর চন্দ্র রায়।
এসময় তিনি বলেন, জনগণ ধানের শীষে ভোট দেবে, এজন্যই অনেকের গাত্রদাহ হচ্ছে। যারা বাংলাদেশ সৃষ্টিতে বিরোধিতা করছে, তারাই নির্বাচন ভণ্ডুল করতে চায়।
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে ব্যর্থ হবে জুলাই অভ্যুত্থান মন্তব্য করে বিএনপির এই শীর্ষ নেতা দলের নেতাকর্মীদের নির্বাচন কেন্দ্র করে সব ষড়যন্ত্র প্রতিহত করতে সচেতন থাকার আহবান জানান।
একই সঙ্গে তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন, বিএনপির চুপ থাকাই কী দুর্বলতা কিনা, তা বুঝতে হবে। নির্বাচনের স্বার্থে বিএনপি চুপ করে আছে। জনগণ চাইলে সুষ্ঠু নির্বাচন আদায় করা সম্ভব। কোনো কারণে নির্বাচন না হলে ফ্যাসিবাদ লাভবান হবে।