বাংলাদেশের মানুষের ইজ্জত, সম্মান আমানত একমাত্র তারেক রহমানের কাছে নিরাপদ বলে মন্তব্য করেছেন সাবেক ডাকসু সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক শ্রম বিষয়ক সম্পাদক ড. রশিদ আহমেদ হোসাইনী।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বালুর মাঠে আধুনিক ও নতুন বাংলাদেশ গড়তে ৩১ দফার আলোকে যুব সমাজের করণীয় শীর্ষক এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
ড. রশিদ আহমেদ হোসাইনী বলেন, তারেক রহমানের স্লোগান নিয়ে তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। তাই সকলে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে দলকে সুসংঘটিত করে যিনি নমিনেশন পাবে তার নেতৃত্বে লাকসাম-মনোহরগঞ্জে কাজ করার আহবান জানান তিনি।
দলের কেন্দ্রীয় নেতাদের উদ্দেশ্য করে তিনি বলেন, যারা দলের প্রতি অঙ্গিকারবদ্ধ, দুঃসময়ে নেতা-কর্মীদের ফেলে চলে যাবে না, দলের সঙ্গে বেইমানী করেনা, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলবে, শিক্ষিত এবং সংসদে গিয়ে কথা বলতে পারবে ওই ধরণের নেতাকে নমিনেশ দেওয়ার অনুরোধ করেন । আমরা সকলে মিলে তার পক্ষে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী কাজ করবো ইনশাআল্লাহ।