তিন
দশক পর পিডব্লিউডি ঘরোয়া ফুটবলে শীর্ষ স্তরে ফিরেছে। লিগের অভিষেক ম্যাচে
বসুন্ধরা কিংসকে রুখে দিয়েছে। গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে ২-২ গোলে ড্র
হয়েছে ম্যাচটি।
ম্যাচের প্রথমার্ধে কিংস ২-০ গোলে এগিয়ে ছিল।
ব্রাজিলিয়ান ডরিয়েল্টন ১৩ মিনিট লীড এনে দেন। প্রথমার্ধের ইনজুরি সময়ে
ফয়সাল আহমেদ ব্যবধান দ্বিগুণ করেন। দ্বিতীয়ার্ধে ১২ মিনিটের ব্যবধানে সমতা
আনে পিডব্লিউডি। ৬০ মিনিটে পেনাল্টি থেকে তুরায়েব আকবর খেলায় ফেরান দলকে।
৭২ মিনিটে আরমান ফয়সাল আকাশ গোল করলে স্কোরলাইন ২-২ হয়।
ম্যাচের শেষ
পনেরো মিনিট কিংস গোলের জন্য মরিয়া ছিল। মুর্হুমুহ আক্রমণ করেও গোল পায়নি
লিগের পাঁচ বারের চ্যাম্পিয়ন দলটি। গাজীপুরের মাঠ দেশের শীর্ষ স্তরের লিগের
উপযোগী ছিল না। মাঠের অনেক জায়গায় ঘাস ছিল না। দুই দলই স্বাভাবিক ফুটবল
সেভাবে খেলতে পারেনি। শেষ পর্যন্ত কিংসকে লিগের উদ্বোধনী ম্যাচে পয়েন্ট
হারিয়ে মাঠ ছাড়তে হয়। লিগের প্রথম ম্যাচে কিংসের হারের কীর্তি রয়েছে।
টঙ্গীতে স্বাধীনতা ক্রীড়া সংঘ কিংসকে হারিয়েছিল তিন মৌসুম আগে।
কিংসের
পয়েন্ট খোয়ানোর দিনে শুন্য হাতেই মাঠ ছেড়েছে মোহামেডান। বসুন্ধরা কিংস
অ্যারেনায় ফর্টিজ এফসি’র বিপক্ষে ০-২ গোলে হেরেছে। দু’টি গোলই হয়েছে
দ্বিতীয়ার্ধে। গাম্বিয়ান পা ওমর দু’টি গোল করেছেন। লিগ চ্যাম্পিয়ন
মোহামেডান তিন দিন আগে কুমিল্লায় ফেডারেশন কাপে পুলিশকে ৩-২ গোলে হারালেও
লিগের শুরুটা ভালো হয়নি মোটেও।
আজ দিনের আরেক ম্যাচে মুন্সিগঞ্জে পুলিশ
১-০ গোলে ব্রাদার্স ইউনিয়নকে হারায়। ৯ মিনিটে ম্যাচের একমাত্র জয়সূচক গোলটি
করেন ব্রাজিলিয়ান পাওলো সান্তোস। লিগের প্রথম রাউন্ড শেষে পাচ ম্যাচের
মধ্যে তিনটি ম্যাচই ড্র হয়েছে। মাত্র দুই ম্যাচ নিষ্পত্তি হওয়ায় ফর্টিজ ও
পুলিশ পূর্ণ তিন পয়েন্ট পেয়েছে। গোল ব্যবধানে ফর্টিজ লিগ টেবিলে এক নম্বরে
অবস্থানে। জাতীয় দলের হংকং প্রস্তুতির জন্য ঘরোয়া ফুটবলে তিন সপ্তাহের
বিরতি।