রোববার ২৮ সেপ্টেম্বর ২০২৫
১৩ আশ্বিন ১৪৩২
নাটকীয় ফাইনালে টাইব্রেকারে স্বপ্ন ভঙ্গ বাংলাদেশের
প্রকাশ: রোববার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৪২ এএম আপডেট: ২৮.০৯.২০২৫ ১:৩৮ এএম |

নাটকীয় ফাইনালে টাইব্রেকারে স্বপ্ন ভঙ্গ বাংলাদেশের


সাফ অ-১৭ টুর্নামেন্টের নাটকীয় ফাইনালে ভারত চ্যাম্পিয়ন হয়েছে। নির্ধারিত সময়ে খেলা ২-২ গোলে ড্র ছিল। টাইব্রেকারে ভারত ৪-১ গোলে বাংলাদেশকে পরাজিত করে শিরোপা জেতে।
তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটির পরতে পরতে ছিল নাটকীয়তা। তবে সকল উত্তেজনা যেন খেলার অন্তিম মুহুর্তের জন্য অপেক্ষায় ছিল। ভারত ২-১ গোলে এগিয়ে নির্ধারিত ৯০ মিনিট শেষে। ৫ মিনিট ইনজুরি সময়। সেটাও পেরিয়ে গেছে। একেবারে শেষ মুহুর্তে বাংলাদেশ ডান প্রান্ত থেকে থ্রো ইন পায়। লম্বা থ্রো ইনে বক্সে জটলার মধ্যে বাংলাদেশ প্লেসিংয়ে গোল করলে ভারতের খেলোয়াড়রা স্তব্ধ হয়ে পড়েন। বাংলাদেশের ডাগ আউটে উল্লাস শুরু হয় সমতার। 
বাংলাদেশ সমতা আনার সঙ্গে সঙ্গে রেফারি খেলা শেষের বাঁশি বাজান। টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী নির্ধারিত সময়ে খেলা ড্র থাকলে সরাসরি টাইব্রেকার। ভারত প্রথম তিন শটের তিনটি গোল করে। বাংলাদেশ প্রথম দুই শট মিসের পর তৃতীয় শট গোল করে। ভারত চতুর্থ শটে গোল পাওয়ায় ম্যাচের সমাপ্তি হয়।
শ্রীলঙ্কার সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে ফাইনালে বাংলাদেশ প্রথমার্ধে ২-১ গোলে পিছিয়ে ছিল। তিন মিনিটে গোল পায় ভারত। মাঝমাঠে ফ্রি-কিক আটকাতে সবাই বক্সের সামনে মানব প্রাচীর তৈরি করলেও ভারত বামপ্রান্তে থ্রু বল বাড়ায়। সেখান থেকে ক্রস বল জালে জালে জড়ায় ভারত।
২৪ মিনিটে ম্যাচে সমতা ফেরে বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের বক্সের বাইরে থেকে নেওয়া দূরপাল্লার শট কর্ণারের বিনিময়ে রক্ষা করেন ভারতের গোলরক্ষক। এরপর কর্ণার থেকে দূরের পোস্টে বল পাঠান ফয়সাল। হেডে আরেক পোস্টে বল দেন আজিম খান। সেখানে থাকা মানিক মিয়া হেডে বল জড়ান জালে। 
৩৭ মিনিটে আবারও ডিফেন্ডারদের ভুলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। ভারতের আক্রমণ প্রথম দফা গোলরক্ষক আলিফ আটকে দিলেও, ক্লিয়ার না হওয়ায় বল যায় ভারতীয় ফুটবলারের পায়ে। ডিফেন্ডার ইকরামুল ইসলাম গোল লাইন থেকেও ক্লিয়ার করতে পারেনি।
দ্বিতীয়ার্ধে বাংলাদেশ গোলের জন্য মরিয়া ছিল। একাধিক আক্রমণ করেছে শুরু থেকে। তবে ভারতের দু’টি আক্রমণ ক্রসবারে লেগে ফেরত আসে। শেষ দশ মিনিট বাংলাদেশ ভারতের বক্সের সামনেই বল রেখেছিল। একটি পেনাল্টির জোরালো আবেদন করেছিল। রেফারির দৃষ্টি এড়িয়ে গেছে। বাংলাদেশের আরেকটি আক্রমণ ঠেকাতে বক্সের সামনে আসেন ভারতের গোলরক্ষক। এটা হ্যান্ডবল হলেও রেফারি দেননি। এরপরও বাংলাদেশ একেবারে অন্তিম মুহুর্তে গোল পেয়ে পুরো নাটকীয় মুহুর্ত উপহার দেয়।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব ঘটতে পারে: তারেক রহমান
ইসলাম কোনো কোটা রাজনীতি নয় : সালাহ উদ্দিন আহমেদ
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি সুমন সাধারণ সম্পাদক ওয়াসিম
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরে আগ্রহী ভুটান
কুমিল্লায় নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ৭৯৭ পূজা মণ্ডপ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বহুল প্রতীক্ষিত সম্মেলন আজ
কুমিল্লা মহানগরে ‘আপ বাংলাদেশ’-এর আহ্বায়ক কমিটি ঘোষণা
সাব্বির হত্যা মামলা কুমিল্লায় দুই আ’লীগ নেতা গ্রেপ্তার
মুরাদনগরে কুকুরের কামড়ে আহত ৫০
৫ দফা দাবিতে কুমিল্লার বিভিন্ন স্থানে জামায়াতের বিক্ষোভ মিছিল
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২