জুলাই
সনদের আইনীভিত্তি প্রধান ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা গণ দাবি
আদায়ের লক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা এবং
পৌরসভার আয়োজনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল শুক্রবার বিকালে অনুষ্ঠিত হয়েছে।
জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা আমীর মাওলানা জামাল উদ্দিনের সভাপতিত্বে
নাঙ্গলকোট এ আর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান
অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-১০ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ছাত্রশিবির
সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা ইয়াছিন আরাফাত।
নাঙ্গলকোট উপজেলা
জামায়াত সহকারী সেক্রেটারি মাওলানা ইয়াছিন মজুমদারের সঞ্চালনায় বিক্ষোভ
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌরসভা জামায়াত আমীর হারুনর রশিদ,
উপজেলা নায়েবে আমীর মাওলানা এস এম মহি উদ্দিন, মাওলানা ইউসুফ আলী,
সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম হাসান, সাবেক ছাত্রনেতা মাঈনুল হক মজুমদার
বাবলু, পৌরসভা জামায়াত সেক্রেটারি এডভোকেট আনোয়ার হোসেন, সহকারী সেক্রেটারি
জোবায়ের উদ্দিন খন্দকার, শ্রমিক কল্যাণ ফেডারেশন নাঙ্গলকোট উপজেলা সভাপতি
মাওলানা ফারুক মিয়াজী, তা'লিমুল কোরআন বিভাগ সভাপতি মাওলানা তোফাজ্জল
হোসেন।
সমাবেশ শেষে নাঙ্গলকোট এ আর সরকারি উচ্চ বিদ্যালয় ফটক থেকে
বিক্ষোভ মিছিল শুরু করে উপজেলা সদরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে
বটতলায় গিয়ে শেষ করে।