পিআর
পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে জামায়াতে
ইসলামী। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল
সাড়ে ৯টায় কুমিল্লার দেবিদ্বার উপজেলা ও পৌর জামায়াতে ইসলামের উদ্যোগে
আয়োজিত থানা গেইট সংলগ্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু করে দলটি। পরে
কুমিল্লা-সিলেট মহাসড়কের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেট মুক্তিযোদ্ধা
চত্ত্বরে এসে সমাবেশ করে দলটি। বিক্ষোভ মিছিলে উপজেলার ১৫টি ইউনিয়ন ও
পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে শত শত নেতা-কর্মী অংশ নেন।
উপজেলা
জামায়াতের আমীর অধ্যাপক শহীদুল ইসলামের সভাপতিত্বে ৫ দফা দাবির আদায়ের
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের
সেক্রেটারী ও কুমিল্লা-৪ দেবিদ্বার) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য
প্রার্থী মো.সাইফুল ইসলাম শহীদ।
উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক
মো. রহুল আমিনের সঞ্চালনায় সাইফুল ইসলাম শহীদ জামায়াতের কেন্দ্র ঘোষিত
পাঁচ দফা দাবি তুলে ধরেন। দাবি গুলো হলো, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী
ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা, আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে
পিআর পদ্ধতি চালু করা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার
জন্য লেভেলপ্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিশ্চিত করা, ফ্যাসিস্ট
সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং
স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
বক্তব্যে
তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে ফ্যাসিস্ট আওয়ামীলীগের সন্ত্রাসী ও
পুলিশলীগ বাহিনী আবু সাঈদ মীর মুগ্ধসহ প্রায় ২ হাজারের বেশি ভাই বোনদের
গুলি করে হত্যা করেছে। সে বিচার এখনও দৃশ্যমান নয়। এক বছর বেশি সময়
অতিবাহিত হলেও খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে আনার কোন কার্যকর পদক্ষেপ দেখছি
না, আমরা অন্তবর্তী সরকারের উদ্দেশ্যে বলতে চাই, ছাত্র-জনতার রক্তের ওপর এই
সরকার গঠন করা হয়েছে, এই রক্তের সঙ্গে বেঈমানি না করে অতিসত্বর জুলাই সনদ
বাস্তবায়ন করুন। খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচার কার্যকর করুন। তিনি আরও
বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কালো টাকার খেলা চলবে না, দিনের ভোট
রাতে হবে না, অবৈধভাবে ক্ষমতা দখল চলবে না তাই কেউ কেউ এই পিআর পদ্ধতিকে ভয়
পায়। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই ‘ আগামীর জাতীয় সংসদ নির্বাচন পিআর
পদ্ধতিতে করা হোক। পিআর পদ্ধতি বাস্তবায়ন না হলে কোন নির্বাচন করতে দেয়া
হবে না। বিক্ষোভ মিছিল ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন, পৌর জামায়াতের আমীর
মো. ফেরদৌস আহমেদ,সেক্রেটারী ক্বারী ওয়ালীউল্লাহ, উপজেলা জামায়াতের সহকারী
সেক্রেটারী মাও নুরুল হুদা, ওবায়দুল্লাহ মাহমুদ, মাও. রহুল আমীন সরকার,
শরীফুল ইসলাম সরকার, পৌর সহকারী মো. জাকির হোসেন, বিল্লাল হোসেন, ডা. গোলাম
জিলানী প্রমুখ।