জুলাই
জাতীয় সনদের ভিত্তিতে ও উভয় কক্ষে পি-আর পদ্ধতিতে নির্বাচনসহ ঘোষিত ৫ দফা
বাস্তবায়নের দাবিতে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার মুরাদনগর
উপজেলা জামায়াতের উদ্যোগে শুক্রবার সকালে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিল শেষে জেলা পরিষদ মার্কেট চত্বরে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন জেলা
সুরাহ ও কর্ম পরিষদের সদস্য মাওলানা মিজানুর রহমান আতিকী, কুমিল্লা-৩ আসনের
এমপি প্রার্থী ইউসুফ হাকিম সোহেল, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আনম
ইলইয়াছ, সাবেক আমীর মুনসুর মিয়া। উপজেলা যুব বিভাগের সভাপতি জালাল উদ্দিনের
উপস্থাপনায় মিছিল ও পথসভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা
জামায়াতের সেক্রেটারী মাওলানা আমীর হোসেন, এসিস্ট্রেন্ট সেক্রেটারী মাহবুব
আলম মুন্সী, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা আবুবকর
সিদ্দিক ও সাধারণ সম্পাদক খোরশেদ আলম এবং উপজেলা রিকশা ভ্যান শ্রমিক
ইউনিয়নের সভাপতি আবু হানিফ প্রমুখ।