২৫
সেপ্টেম্বর বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা ২০ মিনিট পর্যন্ত কুমিল্লার
গণপূর্ত ভবনের সামনের সড়ক এলাকায় আদর্শ সদর আর্মি ক্যাম্পের উদ্যোগে
সেনাবাহিনী ও পুলিশের যৌথ চেকপোস্ট পরিচালিত হয়।
অভিযান চলাকালীন মোট
২৩টি মোটরসাইকেল তল্লাশি করা হয়। এর মধ্যে যথাযথ কাগজপত্র ও হেলমেট না
থাকায় ৮টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং মোট ২৭,০০০ টাকা
জরিমানা আদায় করা হয়। তবে তল্লাশির সময় কোনো অবৈধ দ্রব্য উদ্ধার হয়নি।
চেকপোস্ট
চলাকালে ব্যারিকেড, সাইনবোর্ড ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম ব্যবহার করে
নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়। সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা প্রতিটি
যানবাহন ও যাত্রীকে যথাযথভাবে যাচাই করে।