কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলন উপলক্ষে ব্রাহ্মণপাড়ায় উপজেলার মালাপাড়া ইউনিয়ন বিএনপির প্রস্তুতিমূলক সভা গতকাল (২৬ সেপ্টেম্বর) শুক্রবার বিকেলে মালাপাড়া ইউনিয়ন বিএনপি'র প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে মালাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল আলম ভূঁইয়ার সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ আব্দুল্লাহ আল মামুন চেয়ারম্যানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম মেম্বার, সিনিয়র সহ সভাপতি অধ্যক্ষ আবু সেলিম ভুইয়া, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শাহজাহান সরকার মেম্বার, যুগ্ম-সম্পাদক সাদেক হোসেন ভুইয়া, ইউনিয়ন যুবদল আহবায়ক নাসির উদ্দিন ভুইয়া মিঠু, সদস্য সচিব এনামুল হক ভুইয়া, ইউনিয়ন যুবদলের যুগ্মআহবায়ক আমির হোসেন গাবুদ্ধি, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এড: এমদাদুল ইসলাম, ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক সাংবাদিক ফয়েজ আহমেদ ভুইয়া, উপজেলা ছাত্রদল সদস্য মালাপাড়া ইউনিয়ন ছাত্রদলের প্রস্তাবিত সভাপতি সাইফুর রহমানসহ মালাপাড়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এসময় বক্তারা কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনকে সফল ও স্বার্থক করতে মালাপাড়া ইউনিয়ন এর পক্ষে ব্যাপক সমাগমের ঘোষণা করেন। এছাড়াও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন পাশাপাশি আসন্ন সংসদ নির্বাচনে কুমিল্লা -৫ আসনে ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব হাজী জসিম উদ্দিনের হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।