শনিবার ২৭ সেপ্টেম্বর ২০২৫
১২ আশ্বিন ১৪৩২
বাঙ্গরা বাজার থানাকে উপজেলায় রূপান্তর করার দাবিতে সমাবেশ
মো. হাবিবুর রহমান, মুরাদনগর
প্রকাশ: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১২:১৬ এএম |


কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাকে উপজেলা হিসেবে প্রতিষ্ঠার দাবিতে শুক্রবার বিকেলে পূর্বধইর পূর্ব ইউনিয়নের কোরবানপুর বালুর মাঠে এক জনসমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, শিক্ষানুরাগী ও সমাজসেবক আলহাজ্ব গোলাম কিবরিয়া সরকার।
ইউপি চেয়ারম্যান শুকলাল দেবনাথের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন, বাঙ্গরা বাজার থানা এনসিপির সভাপতি কামরুল হাসান কেনাল ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূঁইয়া, কুমিল্লা উত্তর জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভাপতি এডভোকেট তাহমিনা বেগম, সমাজসেবক কবির হোসেন, শেখ আলমগীর হোসেন, আনোয়ার হোসেন, ইউপি সদস্য শফিকুল ইসলাম স্বপন, হাবিব বকসী মেম্বার, বৈষম্য বিরোধী আন্দোলন নেতা ইব্রাহীম খলিল, নাজমুল ইসলাম, রিপন মিয়া ও এনামুল হক প্রমুখ।
বক্তারা বলেন, চট্টগ্রাম বিভাগের সবচেয়ে বড় উপজেলা হচ্ছে মুরাদনগর। বৃহত্তর মুরাদনগর উপজেলা ২২টি ইউনিয়ন নিয়ে গঠিত। প্রায় সাত লক্ষাধিক জনসংখ্যার অধ্যুষিত এই উপজেলা থেকে ২০১৬ সালে ১০টি ইউনিয়ন নিয়ে বাঙ্গরা বাজার থানা গঠিত হয়েছে। বাঙ্গরা বাজার এলাকায় প্রয়োজনীয় ভৌগোলিক ও জনসংখ্যাগত কাঠামো বিদ্যমান, যা একটি নতুন উপজেলা প্রতিষ্ঠার জন্য যথেষ্ট। ২০২২ সালে জনশুমারি তথ্য অনুযায়ী বাঙ্গরা বাজার থানা এলাকায় প্রায় ২ লাখ ৪৭ হাজার ১১২ জন জনসংখ্যা রয়েছে। একটি নতুন উপজেলা প্রতিষ্ঠিত হলে প্রশাসনিক কার্যক্রম সহজ হবে, মানুষের দুর্ভোগ কমবে এবং এলাকার দ্রুত উন্নয়ন ঘটবে।
সমাবেশে বক্তারা বাঙ্গরা বাজার থানাকে উপজেলা হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করার জন্য অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার নিকট জোর দাবি জানিয়েছেন। তাদের এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।
আন্দোলনের অংশ হিসেবে বাঙ্গরা বাজার থানাকে উপজেলা বাস্তবায়নের দাবিতে ইতিমধ্যে শ্রীকাইল, বাঙ্গরা, আন্দিকোট এবং টনকী ইউনিয়নে জন সমাবেশ হয়েছে। অন্যান্য ইউনিয়নেও উপজেলার দাবিতে আন্দোলন চলবে বলে জানানো হয়। 













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা মহানগরে ‘আপ বাংলাদেশ’-এর আহ্বায়ক কমিটি ঘোষণা
বহুল প্রতীক্ষিত সম্মেলন আজ
ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের অঙ্গীকার তুলে ধরলেন প্রধান উপদেষ্টা
মুক্তি পাচ্ছে আলো সাহা আল্পনার মৌলিক গানের মিউজিক ভিডিও ‘মন তবু তোমাকে চায়’
৫ দফা দাবিতে কুমিল্লার বিভিন্ন স্থানে জামায়াতের বিক্ষোভ মিছিল
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা সদর আর্মি ক্যাম্পের উদ্যোগে যৌথ চেকপোস্ট অভিযান
কুমিল্লায় লাউ চাষে সফল দুই গ্রামের তিন কৃষক
এদেশের মানুষের ইজ্জত, সম্মান আমানত একমাত্র তারেক রহমানের কাছে নিরাপদ- ড. রশিদ আহমেদ হোসাইনী
ডোবার পানিতে ডুবে আপন দুই ভাই-বোনের মৃত্যু
পৃথিবীর ৮ম সর্বোচ্চ চূড়া ‘মানাসলু’ জয় করলেন কুমিল্লার তমাল
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২