শারদীয়
দুর্গাপূজা ও বিজয়া দশমীর তিনশত বছরের পুরোনো ঐতিহ্যকে আরও বর্ণিল ও
জাঁকজমকপূর্ণ করতে কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুরে অনুষ্ঠিত হলো
প্রস্তুতি সভা। বাঙ্গরা বাজার থানাধীন শ্রী শ্রী দক্ষিণেশ্বরী কালিবাড়ি
মন্দির প্রাঙ্গণে আয়োজিত এই সভায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয়
নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার রাতে রামচন্দ্রপুর দশমী উদযাপন
পরিষদ-এর উদ্যোগে আয়োজিত সভায় সরকারি কর্মকর্তাদের উপস্থিতি উৎসবের
গুরুত্বকে আরও বাড়িয়ে তোলে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা
নির্বাহী অফিসার মোঃ আব্দুর রহমান, যিনি উৎসব সুষ্ঠুভাবে পালনের জন্য
সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাকিব আল হাসান।
রামচন্দ্রপুর
বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও বিজয়া দশমী উদযাপন পরিষদের সহ-সভাপতি বাবু
সঞ্জিত পোদ্দার সভায় সভাপতিত্ব করেন এবং কাঠালিয়া কান্দা সরকারি প্রাথমিক
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু গৌতম আচার্য্য সঞ্চালনা করেন।
ঐতিহ্যবাহী
এই উৎসবকে ঘিরে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল স্তরের মানুষের আগ্রহ ছিল
লক্ষণীয়। স্থানীয় রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দ সভায় অংশ নেন কুমিল্লা উত্তর
জেলা জাতীয়তাবাদী দল (বিএনপি)'র যুগ্ম আহ্বায়ক, মাদ্রাসা প্রতিষ্ঠাতা ও
স্থানীয় নেতা আলহাজ্বমোল্লা গোলাম মহিউদ্দিন উপস্থিত ছিলেন।
এছাড়াও
কুমিল্লা উত্তর জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক বাবু দুলাল দেবনাথ,
রামচন্দ্রপুর উত্তর ইউনিয়ন বিএনপি'র সভাপতি হাজী মোহাম্মদ শাজাহান সহ
অন্যান্যনেতৃবৃন্দ ও ইউনিয়নের প্রতিটি পূজা মণ্ডপের সভাপতি-সেক্রেটারি সভায়
যোগ দেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে বাঙ্গরা বাজার থানার এসআই
নিংওয়াই চাকমা ও এ এস আই মোঃ আল আমিন উপস্থিত থেকে নিরাপত্তা নিয়ে আলোচনা
করেন।
সভায় বক্তারা সনাতন ধর্মাবলম্বীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন,
"শতশত বছরের ঐতিহ্যবাহী শারদীয় দুর্গাপূজা উৎসব ও বিজয়া দশমী-কে এবার আগের
চেয়ে আরও আনন্দঘন, উৎসবমুখর ও জাঁকজমকপূর্ণ আয়োজনে উপভোগ করতে হবে।" দশমী
উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রাজিব সাহা সহ সকল সদস্য এবং ইউনিয়নের সনাতন
ধর্মাবলম্বীরা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের জন্য
প্রস্তুতি নিচ্ছেন।
রামচন্দ্রপুরে দুর্গাপূজার এই প্রস্তুতি সভা উৎসবের আমেজকে আরও একধাপ বাড়িয়ে দিল।