রোববার ২৮ সেপ্টেম্বর ২০২৫
১৩ আশ্বিন ১৪৩২
কুমিল্লায় হিন্দু সম্প্রদায়ের সাথে জামায়াতের মতবিনিময় ও উপহার প্রদান
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১:১১ এএম আপডেট: ২৫.০৯.২০২৫ ১:৪৯ এএম |




 কুমিল্লায় হিন্দু সম্প্রদায়ের সাথে জামায়াতের  মতবিনিময় ও উপহার প্রদানকুমিল্লা-৬ (সদর-সদর দক্ষিণ) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী, কুমিল্লা মহানগরীর আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দ্বীন মোহাম্মদ বলেছেন,হিন্দু সম্প্রদায়ের লোকজনের মাঝে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ভীতিকর মনোভাব তৈরি করতে তারাই কাজ করেছে যারা হিন্দুদের ব্যবহার করে ক্ষমতায় গেছে এবং যেতে চায়। অথচ ইসলাম সব মানুষের অধিকার ও নিরাপত্তা এবং সুরক্ষার নিশ্চিতায় দিয়েছে। তাই বাংলাদেশে জামায়াতে ইসলামীর নেতৃত্বে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে এখানকার প্রতিটি মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করতে পারবে। হিন্দুদের সংখ্যালঘু হিসেবে নয় বাংলাদেশের গর্বিত নাগরিক হিসেবে অধিকার প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীকাজ চালিয়ে যাবে।বুধবার বিকাল ৪টায় আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বাজগড্ডা এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী উদ্যোগে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় ও উপহার সামগ্রী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য তিনি এ কথা বলেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কুমিল্লা মহানগরীর জামায়াতের নায়েবে আমীর ও সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক এ. কে. এম. এমদাদুল হক মামুন। তিনি বলেন,আমরা এই শাড়ি আপনাদের কোনো অনুদান হিসেবে দিচ্ছি না। আমরা ভাই হিসেবে বোনেদের উপহার প্রদান করছি। আমাদের ক্ষুদ্র সাধ্যে যতটুকু সম্ভব হয়েছে আমরা সেটুকু করার চেষ্টা করেছি।” তিনি আরও বলেন, ভবিষ্যতে জামায়াত যদি রাষ্ট্রক্ষমতায় আসে, তবে তারা রাষ্ট্রীয়ভাবেও হিন্দু সম্প্রদায়ের পাশে থাকবেন।
এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মাওলানা দেলোয়ার হোসেন সবুজ। জগন্নাথপুর ইউনিয়ন জামায়াতের আমীর মোহাম্মদ জামাল হোসাইন।
কাজী দ্বীন মোহাম্মদ আরো বলেন, “অসহায় দরিদ্র মানুষের জন্য কুমিল্লা মডার্ন হাসপাতালে ২০ বছর বয়স পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা ঘোষণা করা হয়েছে। অসহায় মানুষ সে যেই ধর্মের হোক, তার পাশে আমরা দাঁড়াবো। কারও জমি দখল হবে না, সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাশত করা হবে না। আপনারা কারও চোখ রাঙানো ভয় করবেন না। হিন্দু-মুসলিম সহঅবস্থান নিশ্চিত করতে আমরা কাজ করছি। সাধারণ মানুষ পরিবর্তন চায়, আমরাও পরিবর্তনের পক্ষে।”












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব ঘটতে পারে: তারেক রহমান
ইসলাম কোনো কোটা রাজনীতি নয় : সালাহ উদ্দিন আহমেদ
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি সুমন সাধারণ সম্পাদক ওয়াসিম
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরে আগ্রহী ভুটান
কুমিল্লায় নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ৭৯৭ পূজা মণ্ডপ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বহুল প্রতীক্ষিত সম্মেলন আজ
কুমিল্লা মহানগরে ‘আপ বাংলাদেশ’-এর আহ্বায়ক কমিটি ঘোষণা
সাব্বির হত্যা মামলা কুমিল্লায় দুই আ’লীগ নেতা গ্রেপ্তার
মুরাদনগরে কুকুরের কামড়ে আহত ৫০
৫ দফা দাবিতে কুমিল্লার বিভিন্ন স্থানে জামায়াতের বিক্ষোভ মিছিল
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২