সোমবার ৮ ডিসেম্বর ২০২৫
২৪ অগ্রহায়ণ ১৪৩২
কুমিল্লায় পূজার প্রস্তুতিকালীন নিরাপত্তা পরিদর্শনে পুলিশ সুপার
প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ১:০৩ এএম আপডেট: ২২.০৯.২০২৫ ১:২৮ এএম |



  কুমিল্লায় পূজার প্রস্তুতিকালীন নিরাপত্তা পরিদর্শনে পুলিশ সুপারআসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গতকাল ২১ সেপ্টেম্বর কুমিল্লা মহানগরীর বিভিন্ন পূজা ম-পে পূজার প্রস্তুতিকালীন নিরাপত্তা পরিদর্শন ও সনাতন ধর্মালম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন কুমিল্লা জেলার পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন ।
 এ সময় তিনি পূজা মন্ডপের নিরাপত্তা ব্যবস্থা, ম-পে প্রবেশ ও প্রস্থান পথ, বিদ্যুৎ সংযোগ এবং সিসি ক্যামেরা স্থাপন, অগ্নি নির্বাপণ ব্যবস্থা নিশ্চিত করা এবং কমিটি কতৃক নিয়োজিত স্বেচ্ছাসেবকদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। পুলিশের পাশাপাশি পূজা উদযাপন কমিটিকে দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে পূজার পরিবেশ শান্তিপূর্ণ ও উৎসবমূখর করতে সহযোগিতার বিষয়ে কথা বলেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় সাধারণ জনগণ ও পূজা উদযাপন কারীদের আশ্বস্ত করে বলেন-“কুমিল্লা জেলা পুলিশ সর্বদা সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য রক্ষায় আপনাদের পাশে আছে, পূজা উদযাপনে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। সকল ধরনের অপপ্রচার, উসকানি কিংবা গুজবের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করেন। তাছাড়া কোন অবস্থাতেই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ কোন অনলাইন প্লাটফর্মের খবর যাচাই বাছাই না করে প্রতিক্রিয়া দেখানো পরিহার করতে বলেন। দুর্গাপূজাকে ঘিরে সর্বস্তরের মানুষ যেন নিরাপদে ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন করতে পারে, সেজন্য জেলা পুলিশের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ সময়ে জনাব রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব পংকজ বড়ুয়া , অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), সহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ' স্থানীয় জনপ্রতিনিধি, সহ জেলা পুলিশের উধ্বর্তন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
৮ ডিসেম্বর মুক্ত হয় কুমিল্লা রাস্তায় নামে জনতার ঢল
সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে কমিশন প্রস্তুত
৮-১৫ডিসেম্বরের মধ্যে যেকোন দিনতফসিল
তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে পোস্টারনা সরালে ব্যবস্থা
তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কুবির সমঝোতা স্মারক চুক্তি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জীবনের বাকি সময়টা নেতাকর্মীদের সঙ্গেই থাকতে চাই-হাজী ইয়াছিন
হৃদয়বান মানুষ হতে বই পড়ার বিকল্প নেই : ড. নেয়ামত উল্লাহ ভূঁইয়া
অর্থের চাইতে মানুষের আস্থা আমার কাছে অনেক বড় : হাসনাত আব্দুল্লাহ
ইস্টার্ন মেডিকেল কলেজ কুমিল্লায় বেগম খালেদা জিয়াররোগ মুক্তিতে কোরআন খতম ও দোয়া
খালেদা জিয়ার সুস্থতা কামনায় মুরাদনগরে কায়কোবাদের ৫০০ বার কুরআন খতম
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২