কুমিল্লায় ক্রিকেট প্লেয়ারর্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন করেছে সাবেক ক্রিকেটারা। গতকাল কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত এক সভায় গঠিত হয়েছে ক্রিকেট প্লেয়ারর্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন আহ্বায়ক কমিটি। জেলার প্রবিন ক্রীড়াসংগঠক বদরুল হুদা জেনুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে এই সভা। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক সদস্য আম্পায়ার এনামুল হক মনি, সাবেক ক্রিকেটার তারিকুল ইসলাম অসি, সাকেব ক্রিকেটার বদিউল আলম খোকন, সাবেক ক্রিকেটার ও কোচ এমদাদুল হক ইমদু, সাবেক ক্রিকটার উদবাতুল বারী আবু, সাবেক ক্রিকেটার খায়রুল আলম সোহাগ, জেলা ক্রিড়া সংস্থার এডহক কমিটির সদস্য কাজী গোলাম কিবরিয়া ও মাহির তাজওয়ার ওহি প্রমুখ । সভায় উপস্থিত সদস্যরা সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা ও কার্যক্রম নিয়ে আলোচনা করেন। উপস্থিত সকলেই ক্রিকেটারদের কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। কমিটির নেতারা আশা প্রকাশ করেন, সংগঠনটি আগামীতে কুমিল্লার ক্রিকেটারদের সার্বিক উন্নয়ন ও সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ।