কুমিল্লার
সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের কনেশতলা এলাকায় জানাজায় অংশ
নিতে গিয়ে নিখোঁজ হয়েছেন জসিম উদ্দিন নামে এক ব্যক্তি। নিখোঁজের বিষয়টি
থানায় সাধারণ ডায়েরি (জিডি) আকারে লিপিবদ্ধ করা হয়েছে।
জিডি সূত্রে জানা
যায়, নিখোঁজ ব্যক্তির নাম জসিম উদ্দিন (৫৮), পিতা- আলী আজ্জম, মাতা-
নুরুজাহান। তার স্থায়ী ঠিকানা কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানাধীন মেরুয়ালী
গ্রামে। গত ২৪ জুলাই ২০২৫ (বুধবার) সকাল ১১টা নাগাদ তিনি গলিয়ারা দক্ষিণ
ইউনিয়নের কনেশতলা এলাকায় তার ফুফুর জানাজায় অংশ নিতে যান। এরপর থেকেই তিনি
নিখোঁজ রয়েছেন।
নিখোঁজের সময় তার পরনে ছিল পাঞ্জাবি ও প্যান্ট, গায়ের
রঙ শ্যামবর্ণ, মুখে আধা পাকা চাপ দাড়ি এবং উচ্চতা আনুমানিক ৫ ফুট ৬ ইঞ্চি।
জানা যায়, নিখোঁজের সময় তার সঙ্গে কোনো মোবাইল ফোন ছিল না।
নিখোঁজ ব্যক্তির ছেলে মোঃ ফাহাদ (২৪) সদর দক্ষিণ মডেল থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন।
এ
ঘটনায় পরিবারের সদস্যরা চরম উদ্বিগ্ন অবস্থায় দিন পার করছেন এবং যে কোনো
সহায়তা বা তথ্য পেলে নিকটস্থ থানায় অথবা মোবাইল নম্বর ০১৬২৫৩০৪২১৯-এ
যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।