কুমিল্লায়
কবি কাজী নজরুল ইসলাম সমীপে ‘অনাদি কালের হৃদয়-উৎস হতে’ শিরোনামে আবৃত্তি
অনুষ্ঠান হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় নজরুল ইন্সটিটিউট মিলনায়তনে এ
আয়োজন করা হয়। এতে দেশের বিভিন্ন জেলার ও কুমিল্লার আবৃত্তি শিল্পীরা
কবিতা পরিবেশন করেন। এছাড়াও শিশু কিশোররা বৃন্দ আবৃত্তি করেন।
আয়োজকরা
জানান, অনাদি কালের হৃদয়-উৎস হতে একটি আবৃত্তির আসরের নাম। আবৃত্তিশিল্পের
শুদ্ধ চর্চার প্রসারের লক্ষ্যে এর যাত্রা শুরু হয়েছে। এতে রয়েছে
আবৃত্তিশিল্পের সাথে সংশ্লিষ্ট কয়েকজন আবৃত্তিশিল্পী ও আবৃত্তির শিক্ষক।
দেশের আবৃত্তিশিল্পীদের নিয়ে নিয়মিত চর্চার উদ্দেশ্যে এই আবৃত্তির আসরের
আয়োজন।
বিগত ১২টি পর্ব বিশ্বসাহিত্য কেন্দ্র, চট্টগ্রাম জেলা শিল্পকলা
একাডেমিসহ দেশের বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হয়। কুমিল্লায় কাজী নজরুল ইসলাম
সমীপে ‘অনাদি কালের হৃদয়-উৎস হতে’ অনুষ্ঠানের ১৩তম পর্ব অনুষ্ঠিত হয়।
একক
আবৃত্তি করেন ড. আলী হোসেন চৌধুরী, উত্তম বহ্নি সেন, কাজী মাহতাব সুমন,
জি এম মহসিন কবির, জিৎ নাথ, বিদ্যুৎ দত্ত, মাহতাব সোহেল, মুর্শিদা পাঠান,
রাকা খন্দকার, নীলা হাসান, রীতা সরকার, রুবেল কুদ্দুস, ফারদিয়া আশরাফী,
রুমানা রুমি, সাব্বীর আহমেদ খান, সারওয়ার নাঈম, সুমাইয়া আক্তার, সৈয়দ
ফয়সল আহমদ, সোহেল আনোয়ার, হাসান সালেহ্ জয় প্রমুখ।
বৃন্দ আবৃত্তি করেন
পরম্বরায় শিশু কিশোর বিভাগ ও নজরুল ইন্সটিটিউট আবৃত্তি বিভাগের
শিশু-কিশোরারা। আগামী ৩০ আগস্ট বিশ্বসাহিত্য কেন্দ্রে ১৫তম আসর অনুষ্ঠিত
হবে। অনুষ্ঠানের শেষ পর্বে ধন্যবাদ জ্ঞাপন করেন সোহেল আনোয়ার।