রোববার ২৭ জুলাই ২০২৫
১২ শ্রাবণ ১৪৩২
মাইলস্টোন ট্র্যাজেডি হাসপাতাল থেকে ১৩ জনকে ছাড়পত্র, নতুন ভর্তি ১
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, ২:১০ এএম আপডেট: ২৪.০৭.২০২৫ ২:২০ এএম |


 মাইলস্টোন ট্র্যাজেডি হাসপাতাল থেকে ১৩ জনকে  ছাড়পত্র,  নতুন ভর্তি ১মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসাধীন ১৩ জনকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়েছে। এছাড়া নতুন করে একজন ভর্তি হয়েছে। প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ সর্বশেষ সন্ধ্যা সোয়া ৭টায় এ তথ্য জানান।
সর্বশেষ তথ্যানুসারে হাসপাতালে ভর্তি মোট রোগীর সংখ্যা ৫৭ জনে দাঁড়িয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা ২৯ জন।
সর্বশেষ তথ্য অনুসারে বিভিন্ন হাসপাতালে ভর্তি ৫৭ জনের মধ্যে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে ৪৫ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ৯ জন, কুয়েত বাংলাদেশ ফ্রেন্ডশিপ গভর্নমেন্ট হাসপাতালে ১ জন, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন, হিউম্যান এইড রিসার্চ ল্যাব অ্যান্ড হাসপাতালে ১ জন অগ্নিদগ্ধ রোগী চিকিৎসাধীন রয়েছেন।
নিহত ২৯ জনের মধ্যে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে ১১ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ১৫ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন, লুবানা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে ১ জন(অজ্ঞাত)ও ইউনাইটেড হাসপাতালে ১ জন।

শিক্ষিকা মাহেরীন চৌধুরীর সমাধিতে বিমানবাহিনীর পুষ্পস্তবক অর্পণ:
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মাহেরীন চৌধুরীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ বিমানবাহিনীর সদস্যরা।
বুধবার (২৩ জুলাই) নীলফামারীর জলঢাকা পৌরসভার বগুলাগাড়ী গ্রামে বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনের পক্ষ থেকে শিক্ষিকা মাহেরীন চৌধুরীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়।
বিমানবাহিনীর প্রতিনিধিদল মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বিমানবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মানবিকতা, সাহসিকতা ও দায়িত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত শিক্ষিকা মাহেরীন চৌধুরী। নিজের জীবন উৎসর্গ করে যেভাবে তিনি কোমলমতি শিক্ষার্থীদের রক্ষা করেছেন, তা চিরকাল সবার হৃদয়ে শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
সামান্য বৃষ্টিতেই জমে থাকে পানি
২৩ মামলার আসামি মামুন সম্রাটকে কুপিয়ে হত্যা
বিপুলাসার ও উত্তর ঝলম ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
ব্রাহ্মণপাড়া-হরিমঙ্গল সড়কে পিকআপ ভ্যান দেবে যান চলাচল বন্ধ, দুর্ভোগ চরমে
কুমিল্লায় সোনার বাংলা ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লার গৌরীপুরে ২৩ মামলার আসামি মামুনকে কুপিয়ে হত্যা
কুমিল্লার বিভিন্ন আসনেগণ অধিকার পরিষদের প্রার্থী ঘোষণা
কর্ণফুলী সৈয়দ আহমেদ শপিং মল এর পাইলিং কার্যক্রম শুভ উদ্বোধন অনুষ্ঠিত
সরকার পক্ষপাতদুষ্ট আচরণ স্পষ্ট করছে: ভিপি নুর
চৌদ্দগ্রাম উপজেলার ৭টি ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২