নিজস্ব
প্রতিবেদক : বাংলাদেশের আকাশে আজ কোথাও সফর মাসের চাঁদ দেখা যায়নি। ফলে
শনিবার মুহাররম মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং রোববার থেকে সফর মাস গণনা করা
হবে। সেই হিসাবে আগামী ২০ অগাস্ট (২৫ সফর) আখেরী চাহার সোম্বা পালিত হবে।
শুক্রবার
বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়
বলে ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।
সভায়
অন্যদের মধ্যে ধর্ম মন্ত্রণালয়ের সচিব একেএম আফতাব হোসেন প্রামানিক,
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য
কর্মকর্তা মো. নিজামূল কবীর, ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো.
তোফাজ্জল হোসেন, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব মোহাম্মদ খোরশেদ আলম খান ও
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালেক উপস্থিত ছিলেন।