প্রাকৃতিক
দুর্যোগের কারণে স্থগিত হওয়া কুমিল্লা শিক্ষাবোর্ডের এইচএসসি পরীক্ষা
আগামী ১২ আগস্ট অনুষ্ঠিত হবে। গত বৃহস্পতিবার (১০ জুলাই) যেসব পরীক্ষা
স্থগিত হয়েছিল, সেগুলোই নির্ধারিত নতুন তারিখে নেওয়া হবে বলে জানিয়েছে
বোর্ড। রোববার (২০ জুলাই) কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো.
শামছুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১০ জুলাই (বৃহস্পতিবার)
অনুষ্ঠিতব্য পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) ১ম পত্র (১৭৪), হিসাববিজ্ঞান ১ম পত্র
(২৫৩) এবং যুক্তিবিদ্যা ১ম পত্র (১২১) পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছিল। এসব
পরীক্ষা আগামী ১২ আগস্ট (মঙ্গলবার) সকাল ১০টা থেকে শুরু হবে।
এর আগে,
গত ৯ জুলাই রাতে কুমিল্লা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাছরীন
জানিয়েছিলেন, ফেনী জেলার কয়েকটি উপজেলায় বন্যা ও জলাবদ্ধতার কারণে
শিক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছানো সম্ভব হবে না- এমন আশঙ্কায় মানবিক
বিবেচনায় ১০ জুলাইয়ের পরীক্ষাগুলো স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
তিনি
বলেন, কুমিল্লা বোর্ডের আওতায় মোট ৬টি জেলা থাকলেও ফেনী জেলায় জলাবদ্ধতা
বেশি। ফলে পরীক্ষার্থী এবং পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্টদের নিরাপত্তা বিবেচনায়
আমাদের এই সিদ্ধান্ত নিতে হয়েছে।
বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, শুধু ১০
জুলাইয়ের পরীক্ষাগুলোই স্থগিত করা হয়েছিল। অন্য পরীক্ষাগুলো পূর্বঘোষিত
সময়সূচি অনুযায়ীই যথারীতি চলবে। ১৩ জুলাই থেকে নির্ধারিত সূচি অনুযায়ী
পরবর্তী পরীক্ষাগুলো নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, কুমিল্লা শিক্ষা বোর্ডের
আওতাভুক্ত জেলা হলো কুমিল্লা, ফেনী, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর ও
চাঁদপুর। এসব জেলার মধ্যে ফেনীর পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া ও সদর
উপজেলায় ভারী বর্ষণ ও উজানের ঢলে ব্যাপক জলাবদ্ধতা দেখা দেয়।
পরিস্থিতির
উন্নয়ন ঘটায় নতুন সময়সূচি ঘোষণা করেছে বোর্ড। এ বিষয়ে সংশ্লিষ্ট কেন্দ্র
কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও অনুরোধ জানানো হয়েছে।