কুমিল্লা
নগরীর ৬ নম্বর ওয়ার্ডের হারুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মানবিক কুমিল্লার
আয়োজনে অনুষ্ঠিত হলো দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প, রক্তের
গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষার কর্মসূচি। শনিবার (১৯ জুলাই) আয়োজিত এই
কর্মসূচিতে প্রায় সাড়ে চার হাজার মানুষ স্বাস্থ্যসেবা গ্রহণ করেন। ক্যাম্পে
বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানবিক
কুমিল্লার প্রতিষ্ঠাতা ও কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারি আবু।
ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শনে এসে তিনি বলেন, “চিকিৎসা এখন অনেকের
নাগালের বাইরে চলে গেছে। তাই আমরা আমাদের নিম্ন আয়ের জনগণের জন্য
ধারাবাহিকভাবে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করছি। ইতোমধ্যে ১০টি ওয়ার্ডে
ক্যাম্প শেষ হয়েছে, সবগুলো ওয়ার্ডেই আমরা ফলোআপ করার পরিকল্পনা নিয়েছি।
প্রধান
অতিথির সঙ্গে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান
ছুটি, সাবেক যুগ্ম আহ্বায়ক বিপি নজরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক এসএম
রহমান, মহানগর যুবদলের সভাপতি ফয়সল উর রহমান পাভেল, সদস্য সচিব রোমান
হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়াজ উদ্দিন রিয়াজসহ বিভিন্ন ওয়ার্ড বিএনপির
নেতৃবৃন্দ।
চিকিৎসা সেবায় নেতৃত্ব দেন ড্যাব কুমিল্লার সভাপতি ডা.
মিনহাজ তারেক, সাধারণ সম্পাদক ডা. সফিকুর রহমান, মহানগর বিপিএমপি সাধারণ
সম্পাদক ডা. রাসেল আহমেদ চৌধুরী, অর্থোপেডিক্স সার্জন ডা. আফতাব উদ্দিন,
ডা. প্রিয়ম চক্রবর্তী, ডা. মোস্তাফিজ জিতু, ডা. মুকিত ও ডা. তুহিন।
উল্লেখ্য,
মানবিক কুমিল্লার উদ্যোগে ভবিষ্যতে মহানগরীর ২৭টি ওয়ার্ডেই এমন মেডিকেল
ক্যাম্প পরিচালনার পরিকল্পনা রয়েছে। আয়োজকরা জানান, পুনরায় চিকিৎসার
প্রয়োজন হলে ফলোআপের মাধ্যমে সেই রোগীদেরও চিকিৎসা দেওয়া হবে।