মঙ্গলবার ২২ জুলাই ২০২৫
৭ শ্রাবণ ১৪৩২
চান্দিনায় সমাজচ্যুত’কে কোরবানির মাংস দেয়ার ঘটনায়;
বাড়িঘরে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের রুল
রণবীর ঘোষ কিংকর।
প্রকাশ: সোমবার, ২১ জুলাই, ২০২৫, ১:৫২ এএম আপডেট: ২১.০৭.২০২৫ ২:১৬ এএম |


বাড়িঘরে হামলাকারীদের বিরুদ্ধে  ব্যবস্থা নিতে হাইকোর্টের রুল কুমিল্লার চান্দিনা উপজেলার টাটেরা গ্রামের ‘সমাজচ্যুত’ এক ব্যক্তিকে কোরবানির মাংস দেয়ায়, মাংস বিতরণকারীর বাড়িঘরে হামলা, ভাঙচুরের ঘটনায় ব্যবস্থা নিতে রুল জারি করেছেন হাইকোর্ট। 
আগামী দুই সপ্তাহের মধ্যে কুমিল্লার জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) রুলের জবাব দিতে বলা হয়েছে। রবিবার (২০ জুলাই) উচ্চ আদালত ওই রুল জারি করেন। 
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. মনির উদ্দিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান।
রিটকারী আইনজীবী মো. মনির উদ্দিন বলেন- প্রায় চার বছর আগে সমাজের জন্য নির্দিষ্ট করা মসজিদে নামাজ আদায় নিয়ে চান্দিনা উপজেলার টাটেরা গ্রামের আব্দুল হালিমের পরিবারকে সমাজচ্যুত করার অভিযোগ ওঠে স্থানীয় সমাজপ্রধান আলী আহাম্মদের বিরুদ্ধে। এরপর গত ঈদুল আজাহার দিন আব্দুল হালিমের পরিবারকে কোরবানির মাংস বিতরণ করে ইব্রাহিম খলিল নামের এক ব্যাংক কর্মকর্তা। আব্দুল হালিম ও ইব্রাহীম খলিল সম্পর্কে চাচাতো-জেঠাতো ভাই হন। এর পরদিন ‘সমাজচ্যুত’ আব্দুল হালিমকে মাংস বিতরণ করায় ইব্রাহিম খলিলের বাড়িঘরে ভাঙচুর করে আলী আহাম্মদ, তার দুই ছেলে ফয়েজ আহাম্মদ ওরফে সোহেল, ফিরোজ আহাম্মদসহ অজ্ঞাত ২০-২৫ জন। পরে এ ঘটনায় গত ৯ জুন চান্দিনা থানায় লিখিত অভিযোগ করেন ইব্রাহিম খলিল। এরপর সমাজপতি আলী আহাম্মদের লোকজন ইব্রাহিম খলিলকে ক্রমাগত মেরে ফেলার হুমকি দিতে থাকেন। হুমকির ভয়ে ইব্রাহিম খলিলের পরিবার এখন বাড়িতে ফিরতে পারছে না।
এ ঘটনায় গত ১২ জুন কুমিল্লার ডিসি, এসপি ও চান্দিনার ইউএনওর কাছে লিখিত অভিযোগ করেন ইব্রাহিম খলিল। এ বিষয়ে একাধিক স্থানীয় ও জাতীয় পত্রিকায় প্রতিবেদনও প্রকাশিত হয়েছে।
আইনজীবী মনির উদ্দিন বলেন- সমাজচ্যুত পরিবারকে কোরবানির মাংস বিতরণ করায় মাংস বিতরণকারী পরিবারের বাড়িতে ভাঙচুর করা হয়েছে। এ বিষয়ে ডিসি, এসপির কাছে আবেদন করেও কোন সাড়া পাচ্ছেন একটি পরিবার। বিষয়টি জনস্বার্থ বিবেচনায় স্থানীয় ও জাতীয় পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে গত ২৯ জুন হাইকোর্টে রিট করি।
তিনি আরও বলেন- আজ আমি ওই রিটের পক্ষে নিজেই শুনানি করি। শুনানি শেষে আদালত রুল জারির পাশপাশি এ ঘটনায় কুমিল্লার ডিসি, এসপি, ইউএনও বরাবরে করা আবেদন অনুযায়ী ব্যবস্থা নিতে রুল জারি করেছেন।
ভূক্তভোগী ইব্রাহীম খলিল জানান- আমার উপর এ অমানবিক ঘটনার পর চান্দিনায় কর্মরত সাংবাদিকরা জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন নিউজপোর্টালে সংবাদ প্রকাশ করায় উচ্চ আদালতের একজন আইনজীবীর নজরে আসে। তিনি জনস্বার্থে উচ্চ আদালতে রিট পিটিশনটি দায়ের করেছিলেন। 














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে দুই অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার
কুমিল্লা শিক্ষাবোর্ড গেটে তালা দিয়ে বিক্ষোভ
কুমিল্লার চৌদ্দগ্রামে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু
শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব প্রত্যাহার
রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্ত: নিহত বেড়ে ৩১
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
এনসিপির কুমিল্লা মহানগর সমন্বয় কমিটি অনুমোদিত
১৮৯ বছরে কুমিল্লা জিলা স্কুল
বুড়িচংকে পৌরসভা ঘোষণা, ইউএনওকে প্রশাসক নিয়োগ
কুমিল্লা শিক্ষাবোর্ড গেটে তালা দিয়ে বিক্ষোভ
কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে দুই অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২