দাউদকান্দিতে জমি সংক্রান্ত বিষয়ে এক প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগ উঠেছে। জানা যায়, উপজেলার দাউদকান্দি উত্তর ইউনিয়নের গঙ্গাঁপ্রসাদ গ্রামের সৌদি আরব প্রবাসী দেলোয়ার হোসেন একই গ্রামের মিন্টু গংদের নিকট থেকে ২ শতক ৭৫ পয়েন্ট জমি প্রায় ১৭ বছর হয় ক্রয় করেন। তারা জমি বুঝিয়ে না দিয়ে নানানভাবে হয়রানির করছে। ১৮ জুলাই শুক্রবার বিকেল নিজ বাড়ী দাউদকান্দি সদর উত্তর ইউনিয়নের গঙ্গাঁপ্রসাদ গ্রামের প্রবাসী দেলোয়ারের স্ত্রী রাবিয়া সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন। তারা প্রশাসনের সহযোগিতা কামনা করেন। এসময় শাহজাহান মেম্বার,সাবেক মেম্বার মতিনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।