প্রশাসনের
নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলক ভাবে দেশকে
অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে বিক্ষোভ
মিছিলটি নগরীর গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে কান্দির পাড় লিবার্টি মোড়ে
বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়। এসময় সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে প্রধান
অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক
সহিদুল ইসলাম সোহেল।
এ সময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর
স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিরুল পাশা সিদ্দিকী রাকিব, সদস্য সচিব একেএম
শাহেদ পান্না, সিনিয়র যুগ্ন আহ্বায়ক জহিরুল ইসলাম মহরমসহ কুমিল্লা মহানগর
২৭টি ওয়ার্ডের নেতাকর্মীরা।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক
রহমান এর বিরুদ্ধে ধারাবাহিক ষড়যন্ত্র, মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে
মিটফোর্ডে সংঘটিত পাশবিক হত্যাকান্ডের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে,
গোপন তৎপরতায় অভ্যস্ত একটি গুপ্ত সংগঠনের মাধ্যমে পরিকল্পিতভাবে মব সৃষ্টির
অপচেষ্টা ও সারাদেশে আইনশৃংখলা পরিস্থিতির অবনতি ঘটানোর প্রতিবাদে
কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
অনুষ্ঠিত হয়।