কুমিল্লার তিতাস উপজেলায় গৌরীপুর - হোমনা সড়কের পাশ থেকে ইমতিয়াজ ওরফে রিয়াজ (৩০) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১২ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার হোমনা-গৌরীপুর আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
ইমতিয়াজ ওরফে রিয়াজ বরিশাল জেলার কাজিরহাট থানার রতনপুর এলাকার দুলাল হাওলাদারের পুত্র বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে শনিবার সকালে তিতাস উপজেলার হোমনা-গৌরীপুর আঞ্চলিক মহাসড়কের পাশে জিয়ারকান্দি গুলবাগ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশটির গলাকাটা ছিল এবং পাশে একটা রক্তমাখা ছুরি পাওয়া গেছে। পরে সিআইডির ক্রাইমসিন ইউনিটকে খবর দেয়া হলে তারা নিহত যুবকের পরিচয় সনাক্ত করে।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদ উল্ল্যাহ জানান, ধারণা করা হচ্ছে গতকাল রাতেই খুনের ঘটনা ঘটেছে । তার শরীরের মধ্যে শুধুমাত্র গলায় কাটা। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। লাশের পরিচয় সনাক্ত হয়েছে যেহেতু আমরা দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতে পারবো।