নিজস্ব
প্রতিবেদক: নাগরিকদের ভূমিসেবা সহজীকরণ ও ডিজিটাল ভূমিসেবা ব্যবস্থাকে
টেকসই করার লক্ষ্যে কুমিল্লায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো “ভূমি সেবা
সহায়তা কেন্দ্র”। ১০ জুলাই কুমিল্লা আদর্শ সদর উপজেলার রাজগঞ্জে এক
অনুষ্ঠানের মাধ্যমে কেন্দ্রটির উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা
ম্যাজিস্ট্রেট মো. আমিরুল কায়ছার।
প্রথম পর্যায়ে জেলার ১৭টি উপজেলায়
৩৪টি ভূমিসেবা সহায়তা কেন্দ্র স্থাপনের অনুমতি দেওয়া হয়েছে। ভবিষ্যতে
প্রয়োজন অনুসারে এ সংখ্যা বাড়ানো হতে পারে।
ভূমি অফিসের বাইরে নাগরিকদের
ভূমিসেবা গ্রহণে সহায়তা, ডিজিটাল আবেদন প্রক্রিয়া চালু রাখা, আবেদন ফরম
পূরণে সহায়তা এবং তথ্য সুরক্ষায় কাঠামো গড়ে তোলা-এই কেন্দ্রগুলোর মূল
উদ্দেশ্য। সরকার নির্ধারিত ফি’র বিনিময়ে এসব কেন্দ্রে নামজারির আবেদন, ভূমি
উন্নয়ন কর প্রদান, খাস জমির বন্দোবস্ত, অর্পিত সম্পত্তির লিজ নবায়নসহ নানা
ভূমিসেবা গ্রহণ করা যাবে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এ
উদ্যোগ নাগরিকবান্ধব ও জবাবদিহিমূলক ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলবে এবং ভূমি
অফিসে সরাসরি ভিড় কমিয়ে ডিজিটাল ও স্বচ্ছ সেবার পথ সুগম করবে।
উদ্বোধনী
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তৌহিদুল
ইসলাম, আদর্শ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা, রেভিনিউ
ডেপুটি কালেক্টর মো. শহীদুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান।