শনিবার ১৯ জুলাই ২০২৫
৪ শ্রাবণ ১৪৩২
লাকসামে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
মোঃ হুমায়ুন কবির মানিক ।।
প্রকাশ: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ৮:৩০ পিএম |

লাকসামে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোপালগঞ্জে ফ্যাসিস্ট ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হামলা, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে দৌলতগঞ্জ স্টেশন জামে মসজিদ থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম বাইপাসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এর আগে জাতীয় সমাবেশ সফল করতে লাকসাম পৌরসভা জামায়াতের উদ্যোগে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল ও স্বাগত মিছিল শেষে লাকসাম বাইপাস সড়কে সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ও কুমিল্লা-৯ লাকসাম-মনোহরগঞ্জ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডঃ সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী প্রধান অতিথির বক্তব্যে গোপালগঞ্জে এনসিপি নেতৃবৃন্দের উপর ফ্যাসিবাদীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি ভবিষ্যতে লাকসামসহ দেশের কোথাও ফ্যাসিবাদীরা যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে জন্য প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকার আহবান জানান।
লাকসামে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সরওয়ার সিদ্দিকী বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, বিএনপির সাথে আমাদের পথচলা দীর্ঘদিনের। শুধু বিএনপি'র সাথে জোট করার কারণে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। আমরা কেউ বেইমানি করিনি। আমাদের কি অপরাধ যে, আপনারা আমাদের জবাই করবেন! আপনাদের বক্তব্য আমাদের মর্মাহত করেছে। শান্তির লাকসামকে অশান্ত করবেন না। সন্ত্রাসী ও ফ্যাসিস্টদের সুযোগ করে দিবেন না। গ্রামে গ্রামে সন্ত্রাস লেলিয়ে দিবেন না। স্থিতিশীল লাকসামকে স্থিতিশীল রাখুন।
এ সময় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, জুলাইসহ সকল গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, পি আর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে আগামী ১৯ জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে অংশগ্রহণের জন্য সকলকে আহবান জানান।
লাকসামে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারীর সভাপতিত্বে সেক্রেটারি মাওলানা মুহাম্মদ সহিদ উল্লাহর পরিচালনায় সমাবেশে উপজেলা জামায়াতের আমীর হাফেজ জহিরুল ইসলাম, সেক্রেটারি মুহাম্মদ জুবায়ের ফয়সাল, পৌরসভা জামায়াতের সহ-সেক্রেটারি মাষ্টার একেএম শাহ আলম, মোঃ নুরে আলম, পৌরসভা কর্মপরিষদ সদস্য মাওলানা আবু জাফর মোঃ সালেহ, মাওলানা মুহাম্মদ দেলোয়ার হোসাইন, মাওলানা আকতার হোসেন আজাদী, অধ্যাপক আব্দুল কাহহার, ফয়সাল মুন্সি, শহর ছাত্রশিবিরের সভাপতি নাজমুল ইসলাম, নবাব ফয়জুন্নেছা সরকারি কলেজ শিবির সভাপতি রিফাত হোসেনসহ বিভিন্ন ওয়ার্ডের শতশত নেতাকর্মীবৃন্দ।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কোম্পানীগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া
গোপালগঞ্জে কারফিউয়ের মেয়াদ আরো বাড়ল
আটক ১৬৪
ঢাকায় জামায়াতের সমাবেশে যোগ দিতে কুমিল্লা থেকে যাবেন লক্ষাধিক নেতাকর্মী
কুমিল্লায় বিএনপির মৌন মিছিল
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
যাত্রীর ফেলে যাওয়া ১৫ লাখ টাকা ফেরত দিলেন ইজিবাইক চালক
তিতাসে যুবকের মরদেহ উদ্ধার- বরিশাল থেকে কুমিল্লায় এনে গলা কেটে হত্যা
বিএনপি কারো উস্কানিতে জড়াবেনা -আবুল কালাম
কোম্পানীগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া
সরকারই উস্কানি দিয়ে তাদেরকে গোপালগঞ্জ পাঠিয়েছে
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২