নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের শিকার এক নারীকে বিবস্ত্র করে
নির্যাতনের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার শাহ
পরানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শনিবার (৫ জুলাই) বেলা
সাড়ে ১২টায় কুমিল্লার আমলী আদালত-১১ এর বিচারক মমিনুল হক এ নির্দেশ দেন।
পরে তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়।
কুমিল্লার আদালত পুলিশের পরিদর্শক
মো. সাদেকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিকে আদালতে হাজির করা হলে
বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা রবিবার
রিমান্ডের আবেদন করবেন।
উল্লেখ্য, গত ২৬ জুন রাতে মুরাদনগরের বাহেরচর
পাঁচকিত্তা গ্রামে এক নারীকে ধর্ষণের পর নির্যাতন করা হয়। এরপর ধর্ষক ও
ধর্ষিতাকে নির্যাতনের দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক
চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে পৃথক দুটি মামলা
করেন। ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় ‘মাস্টারমাইন্ড’ হিসেবে শাহ পরানের নাম উঠে
আসে পুলিশের তদন্তে। পরে র্যাব-১১ এর একটি দল জেলার বুড়িচং উপজেলার
কাবিলা এলাকা থেকে গ্রেপ্তার করে শাহ পরানকে।
মুরাদনগরে আলোচিত ধর্ষণ ও
নিপীড়নের ঘটনায় দায়েরকৃত দুটি মামলার ভিত্তিতে আইনশৃঙ্খলাবাহিনী এখন
পর্যন্ত ধর্ষণে অভিযুক্ত ফজর আলীসহ ছয়জনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে ফজর
আলী চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। বাকি ৫ আসামি হলেন ধর্ষক ফজর আলীর ভাই
শাহপরান, একই এলাকার সুমন, রমজান, আরিফ ও অনিক। এর মধ্যে শাহপরান ছাড়া বাকি
চারজনকে গত ৩ জুলাই আদালত তিন দিনের রিমান্ডে পাঠায়।
দেশজুড়ে চাঞ্চল্য
তৈরি করা এ ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। মুরাদনগর থানার
ওসি জাহিদুর রহমান বলেছেন, এ ঘটনায় সংশ্লিষ্টতা পেলে তাকেও আইনের আওতায়
নিয়ে আসা হবে।