আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থীকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে -ড. রশিদ আহমেদ হোসাইনী
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) নির্বাচনী এলাকার দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন বিজিএমইএ পরিচালক, কেন্দ্রীয় যুবদলের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক ও কুমিল্লা-৯ সংসদীয় আসনে বিএনপির মনোয়ন প্রত্যাশী ড. রশিদ আহমেদ হোসাইনী।
আজ লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ চিকুনিয়া আনছারিয়া ফাউন্ডেশন মাদরাসায় এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মতবিনিময় কালে ড. রশিদ আহমেদ হোসাইনী বলেন, বিএনপি চেয়ারপার্সন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমান দলকে কাউন্সিল’র মাধ্যমে কমিটি করার নির্দেশনা দিলেও লাকসাম-মনোহরগঞ্জে প্রতিটি ইউনিয়নে কাউন্সিলের নামে সিলেকশনে কমিটি গঠন করা হচ্ছে। ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের কমিটিতে মূল্যায়ন করা হচ্ছে না। এতে নেতাকর্মীদের মাঝে ক্ষোভ সৃষ্টি হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। এসময় সকল মতভেদ ভুলে আগামী জাতীয় নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থীকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
সভায় লাকসাম পৌরসভা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মনিরুজ্জামান, বৃহত্তর লাকসাম উপজেলা বিএনপি নেতা আতিকুর রহমান লিটন, মনোহরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোঃ আলাউদ্দীন, বিএনপি নেতা আবদুল আউয়াল মেম্বার, বেলায়েত হোসেন, যুবদল নেতা রুবেল মজুমদার, ইন্জিনিয়ার শিপন, মোঃ ইয়াছিন, মোহাম্মদ হোসাই, মোঃ জসিম উদ্দিন, শাহদাত হোসাইন, লাকসাম উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাইন উদ্দিন, আবু ছায়েদ, ন.ফ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস মজুমদার, সিনিয়র সহ-সভাপতি নাছির উদ্দীন সোহেল প্রমুখ।