রোববার ৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২
চুরির অপবাদ দিয়ে ব্রাহ্মণপাড়ায় এক ভাঙ্গারী ব্যবসায়ীকে পিটিয়ে আহত
ইসমাইল নয়ন।।
প্রকাশ: রোববার, ৬ জুলাই, ২০২৫, ১:৪৫ এএম |


কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের ষাইটশালা গ্রামে এক ভাঙ্গারী ব্যবসায়ীকে চুরির অপবাদ দিয়ে হামলা চালিয়ে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে।
থানার অভিযোগ ও ভাঙ্গারী ব্যবসায়ীর স্ত্রী নার্গিস আক্তার জানান, আমার স্বামী ষাইটশালা গ্রামের মৃত্যু জজ মিয়ার ছেলে আজিজুর রহমান (৩৭) একজন ভাঙ্গারী ব্যবসায়ী। প্রতিদিন ভাঙ্গারী সংগ্রহ করে রাতে বিক্রি করে তা দিয়ে আমার ছেলে মেয়ে নিয়ে আমাদের সংসার চলে। গত (২ জুলাই) সারাদিন ভাঙ্গরী সংগ্রহ করে বিক্রি করে রাতে বাড়ীতে আসলে আমাদের একই গ্রামের মোঃ ইদ্রিস মিয়ার ছেলে মো:  ইসমাইল, মোঃ কালন মিয়ার ছেলে মো: জাবেদ মিয়া ও তার ভাই সবুজ মিয়াসহ ৫/৭ জন  আমাদের বাড়ির পাশ থেকে আমার স্বামীকে রাস্তা থেকে মোটরসাইকেল যুগে হাজী মার্কেট জাবেদ মিয়ার দোকানে তুলে নিয়ে যায়। জাবেদ মিয়ার দোকানে কিছুদিন পূর্বে চুরি হয়েছে মর্মে আমার স্বামীকে তুলে নিয়ে বুকে ও পেটে লাথি মেরে এবং হাতে থাকা লাঠি ও এসএস পাইপ দিয়ে এলোপাতারি পিটিয়ে গুরুতর জখম করে। ৫ লক্ষ টাকা দোকান থেকে চুরি হয়েছে মর্মে টাকা না দিলে জানে মেরে ফেলবে এবং অন্যানরা এসএস পাইপ এবং লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে গেলে আমার স্বামীকে হুমকি দিয়ে তারা চলে যায়। পরে আমি ও আমার আমার বাসুর আনিসুর রহমানের সহায়তায় প্রথমে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে আমার স্বামী চিকিৎসাধীন রয়েছে।
পরে আমি বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় ৭ জনের নামে ও অজ্ঞাতনামা ৪/৫ জনের নামে থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করি। অভিযুক্তরা হলেন ষাইটশালা গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে ইসমাইল, কানন মিয়ার ছেলে জাবেদ মিয়া ও সবুজ মিয়া, দানু মিয়ার ছেলে সুমন মিয়া,শাহের মিয়ার ছেলে সবুজ হোসেন, মৃত্যু আবু তাহেরের ছেলে কালন মিয়া ও মজিবুর রহমান। 
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মেহেদী হাসান বলেন, এরকম একটা অভিযোগ পেয়েছি। আমি যখন ঘটনা স্থানে যাই তখন বাদিসহ অন্যান্যরা ব্রাহ্মণপাড়া থাকায় আমি বিষয়টি তদন্ত করতে পারিনি। আমি দুই এক দিনের মধ্যে গিয়ে তদন্ত করে আইনানুপ ব্যবস্থা গ্রহণ করব।












সর্বশেষ সংবাদ
পবিত্র আশুরা আজ
বাঙ্গরায় ৩ হত্যার ঘটনায় মামলা, গ্রেফতার ৮
মোবাইল চুরি নিয়েথানায় অভিযোগের ক্ষোভ থেকেই মুরাদনগরে তিন খুন!
জামায়াত যেনতেন নির্বাচনচায় না
মুরাদনগরে ধর্ষণ ও নিপীড়নকাণ্ড মাস্টারমাইন্ড শাহপরান কারাগারে
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা মুরাদনগরের তিনজনের নিহতের ঘটনায় ৩৮ জনের নামে মামলা, গ্রেপ্তার দুই
জামায়াত যেনতেন নির্বাচন চায় না : কুমিল্লায় বললেন জামায়াত আমীর ডা.শফিকুর রহমান
কুমিল্লার দেবিদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচি শাহীন আলম
লাকসাম-মনোহরগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সাথে মতবিনিময় করলেন- ড. রশিদ আহমেদ হোসাইনী
কাউকে না পেয়ে গ্রাম পুলিশ দিয়ে কবর খনন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২