বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
২৬ আষাঢ় ১৪৩২
আ'লীগ উন্নয়ন উন্নয়ন বলে গণতন্ত্র হরণ করেছে-কামরুল হুদা
প্রকাশ: রোববার, ৬ জুলাই, ২০২৫, ১:১৯ এএম |


চৌদ্দগ্রাম প্রতিনিধি : কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির আহবায়ক মোঃ কামরুল হুদা বলেছেন, ১৭ বছর আমরা রাজপথে ছিলাম। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদ বিতাড়িত হয়েছে। আওয়ামীলীগ যখন ভোট দিতে দেয় নাই, গণতন্ত্রের কথা বললে কি বলেছে? উন্নয়ন উন্নয়ন। আর এখন উনারা(জামায়াত) বলছেন সংস্কার সংস্কার। একজন বক্তা বলেছেন উনারা প্রস্তুত নন ভোটের জন্য। ৫ আগষ্টের পর উনারা মনে করেছিলেন উনারা ক্ষমতায় যাবেন। আজকে অনেক মা বোনেরা উপস্থিত আছেন। জামায়াতে ইসলামী এই ওয়ার্ড কোনো মহিলা নেতৃত্ব নির্বাচিত হলে জামায়াতের গঠনতন্ত্রে কি সেটা এলাউ হবে? তারা নারী নেতৃত্ব হারাম বলে। কিন্তু এদেশের ৬০% ভোটার নারী। কার ভোটে আপনি (ডাঃ তাহের) নির্বাচিত হবেন? কামরুল হুদা উপজেলার কালিকাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মালনে এসব কথা বলেন। 
শনিবার বিকেলে আবাসপুর মাদ্রাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে কালিকাপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক ডাঃ মীর আহমেদ মজুমদারের সভাপতিত্বে 
অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ওয়াহিদুর রহমান মুক্তু, প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোঃ শাহ আলম রাজু। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পপ্রতি আবদুল বারেক, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ শাহ আলম, ২নং ওয়ার্ড মেম্বার আবদুল মোতালেব, বিএনপি নেতা মুক্তিযোদ্ধা সফিকুর রহমান, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য রোটারিয়ান ডাঃ আনোয়ার হোসেন, খোন্দকার আল আমিন খোকন।
কালিকাপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মুন্না মফিজের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডাঃ মাইনুদ্দিন মিয়াজী, কালিকাপুর ইউনিয়ন বিএনপি নেতা মফিজুর ইসলাম মজুমদার, ১নং বিএনপির সভাপতি ছালে আহমেদ মেম্বার, ৩নং ওয়ার্ড মেম্বার মাসুদ, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য আবদুল কাইয়ুম সুমন ভূঁইয়া, কালিকাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আবদুস সালাম, সমেসপুর গ্রাম কমিটির সভাপতি আরজু, আবুল কাসেম, ২নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, বাঙালমুড়ী গ্রামের বিএনপি নেতা মোঃ মমিন, ২নং ওয়ার্ড বিএনপি মহিলা সম্পাদিকা আয়েশা আক্তার, সমেসপুর গ্রাম কমিটির সহ-সভাপতি ডাঃ আনোয়ার হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
 













সর্বশেষ সংবাদ
টানা বর্ষণে কুমিল্লাজুড়ে ভোগান্তি
এইচএসসি’র ১০ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করেছে কুমিল্লা শিক্ষাবোর্ড
কুমিল্লায় 'জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনে বাস্তবায়ন কমিটির সভা
হু হু করে বাড়ছে কুমিল্লার গোমতী নদীর পানি
৮ আসামি তিন দিনের রিমান্ডে
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
এইচএসসি’র ১০ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করেছে কুমিল্লা শিক্ষাবোর্ড
কুমিল্লা ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড
সাবেক এমপি কালামের সম্পদ অনুসন্ধানে দুদক
কুমিল্লার দাউদকান্দিতে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
রেকর্ড বৃষ্টিতে দুই নদীর বেড়িবাঁধে ভাঙন, ফের ডুবছে ফেনী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২