কুমিল্লার
বুড়িচং উপজেলার উত্তরগ্রাম আঞ্জুমানে হাছানীয়া দরবার শরীফের উদ্যোগে
পবিত্র আশুরা, পাক পাঞ্জাতন (আ:), আহলে বাইয়াত ও শোহাদায়ে কারবালার স্মরণে
১১ তম মাহফিল সম্পন্ন হয়েছে।
৯ জুলাই (বুধবার) বাদ যোহর পাঁচ দিনব্যাপী
মাহফিলের সমাপনী দিবসে সভাপতিত্ব করেন এবং আখেরি মোনাজাত পরিচালনা করেন
দরবার শরীফের পীর মুফতি ছৈয়্যদ আবু বকর ছিদ্দিকী নোমানী আল হাসানী
(মা:জি:আ:)।
শাহজাদা মাওলানা ছৈয়্যদ ওমর ফারুক নোমানী আল হাসানীর
সঞ্চালনায় সমাপনী মাহফিলে বক্তব্য রাখেন, ভারতের ত্রিপুরা থেকে আগত প্রবীন
আলেমেদ্বীন মাওঃ আব্দুস ছাত্তার নূরী, সাংবাদিক ও কলামিস্ট গাজী মুহাম্মদ
জাহাঙ্গীর আলম জাবির,শাহজাদা মুফতি ছৈয়্যদ ছাবের আহমদ নোমানী আল
হাসানী,শাহজাদা মুফতি হাফেজ কারী ছৈয়্যদ আলাউদ্দিন নোমানী আযহারী আল
হাসানী, মোঃ জসিম উদ্দিন মাষ্টার ও হাফেজ মোঃ মোশাররফ হোসেন।
পাঁচ
দিনব্যাপী মাহফিলের প্রথম দিবসে বক্তব্য রাখেন আলহাজ্ব মাওলানা মোঃ হাছান
সিরাজী, দ্বিতীয়ত দিবসে বক্তব্য রাখেন মাওলানা নেছার আহমদ, চাঁদপুর, তৃতীয়
দিবসে বক্তব্য রাখেন মাওলানা মোঃ সোলাইমান আল কাদরী, চতুর্থ দিবসে মাওঃ মোঃ
আব্দুছ ছাত্তার নূরী,ভারত এবং পঞ্চম দিবসে মুফতি মাওলানা হাফেজ আলাউদ্দিন
আযহারী,আল হাসানী।
আঞ্জুমানে জমিয়তে আহলে সুন্নাত ওলামা কমিটি ও দরবার
শরীফের নিজস্ব স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় পবিত্র আশুরা,পাক পাঞ্জাতন
(আ:),আহলে বাইয়াত ও শোহাদায়ে কারবালার স্মরণে পাঁচ দিনব্যাপী মাহফিলটি গত ৫
জুলাই শুরু হয়ে ৯ জুলাই বুধবার ১১তম মাহফিলটি বাদ যোহর দোয়া, মিলাদ,
মোনাজাত ও তাবারুক বিতরণের মধ্যদিয়ে সমাপ্ত হয়।