বুধবার ১৬ জুলাই ২০২৫
১ শ্রাবণ ১৪৩২
‘পালানোর’ অভিযোগ ডিআইজিসহ আরো ৩ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
প্রকাশ: বুধবার, ২ জুলাই, ২০২৫, ১:০৮ এএম |



 ‘পালানোর’ অভিযোগ  ডিআইজিসহ  আরো ৩ পুলিশ  কর্মকর্তা বরখাস্তকর্মস্থল থেকে ‘পালানোর’ অভিযোগে এক উপমহাপরিদর্শকসহ (ডিআইজি) পুলিশের আরো তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে তিনটি প্রজ্ঞাপনে তাদের বরখাস্তের বিষয়ে জানানো হয়। সাময়িক বরখাস্ত হওয়া তিন কর্মকর্তা হলেন- চট্টগ্রাম রেঞ্জের সাবেক ডিআইজি নূরে আল মিনা, ঢাকা মহানগর পুলিশের সাবেক উপকমিশনার (ডিসি) মানস কুমার পোদ্দার এবং রহমত উল্লাহ চৌধুরী।
দুদিন আগে এসপি, অতিরিক্ত এসপি ও এএসপি পদমর্যাদার ১৩ কর্মকর্তাকে একই অভিযোগে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করে সরকার। ডিআইজি নুরে আলম মিনার সর্বশেষ কর্মস্থল ছিল রাজশাহীর সারদায়; বাংলাদেশ পুলিশ একাডেমিতে।
তিনি গত ৯ ফেব্রুয়ারি থেকে সেখানে অনুপস্থিত আছেন উল্লেখ করে প্রজ্ঞাপনে বলা হয়, “সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুসারে, পলায়নের অভিযোগে অভিযুক্ত হওয়ায় তাকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হল। তবে সাময়িক বরখাস্তকালীন সময়ে বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন তিনি।”
ডিএমপির সাবেক ডিসি মানস কুমার পোদ্দারকে সবশেষ যুক্ত করা হয় কুমিল্লার রেঞ্জ ডিআইজির কার্যালয়ে। সেখানে তিনি গত বছরের ১৮ অক্টোবর থেকে অনুপস্থিত আছেন বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।
মানস কুমার পোদ্দারকে সাময়িক বরখাস্ত করার প্রজ্ঞাপনে গত ২৯ জুন সই করেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণি। তবে প্রজ্ঞাপনটি মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
কিছুদিন আগে এসপি পদে পদোন্নতি পাওয়া ডিএমপির সাবেক এডিসি রহমত উল্লাহ চৌধুরীকে এসপি হিসেবে ইন্ডাস্ট্রিয়াল পুলিশে বদলি করা হয়েছিল।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সেই কর্মস্থলে গত ১০ ফেব্রুয়ারি থেকে অনুপস্থিত থাকায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
জুলাই শহীদ দিবস রাষ্ট্রীয় শোক আজ
চান্দিনার পৌরসভার সাবেক মেয়র মফিজ গ্রেফতার
কুমিল্লার- লালমাই ৪০ বছর ধরে বাঁশের সাঁকোতেই পারাপার
কুমিল্লায় দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
কুমিল্লায় ডিম চোর আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
মসজিদের ভেতর অবরুদ্ধ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ
কুমিল্লায় ছাত্রদলের বিক্ষোভ
চান্দিনা পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার
কুমিল্লায় জুলাই শহীদদের স্মরণে নির্মিত হচ্ছে 'জুলাই স্মৃতিস্তম্ভ'
এসএসসিতে ১২৬৪ নম্বর পেয়ে বোর্ড সেরা কুমিল্লার অনামিকা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২