মঙ্গলবার ১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২
বুড়িচং উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা
সীমান্তে মাদকসেবীদের বিরুদ্ধে চেকপোস্ট বসানো হবে
গাজী জাহাঙ্গীর আলম জাবির
প্রকাশ: সোমবার, ৩০ জুন, ২০২৫, ১২:৫৬ এএম |



সীমান্তবর্তী এলাকায় মাদক প্রবেশ ও বিস্তার রোধে বুড়িচং উপজেলায় বিশেষ চেকপোস্ট স্থাপন করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ তানভীর হোসেন।
তিনি বলেন, “মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি, যা ব্যক্তি, পরিবার এবং সমাজকে গ্রাস করছে। বুড়িচং সীমান্তবর্তী উপজেলা হওয়ায় এখান দিয়ে মাদকের প্রবেশের সম্ভাবনা বেশি। মাদক প্রবেশ রোধে সীমান্ত এলাকাগুলোতে চেকপোস্ট বসানো এবং নজরদারি বাড়ানো হবে। মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান হবে জিরো টলারেন্স। শুধু প্রশাসন নয়, সমাজের প্রতিটি স্তরের মানুষকে এই আন্দোলনে শরীক রাখতে হবে।”
রবিবার (২৯ জুন) বিকেলে বুড়িচং উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় তিনি এসব কথা বলেন।
এছাড়াও মাদক নির্মূলে সম্মিলিতভাবে কাজ করতে সকলের প্রতি অনুরোধ রাখেনও তিনি। স্কুল-কলেজ, পরিবার, ধর্মীয় প্রতিষ্ঠান সবাইকে সচেতন রাখতে হবে। যারা মাদক সেবন ও পাচারে জড়িত, তাদের আইনের আওতায় আনা হবে বলে জানান।
সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মালেকুল আফতাব ভূঁইয়া, সেনাবাহিনীর প্রতিনিধি লে. ফারহান ইশরাক নাবিল, থানার প্রতিনিধি এসআই নুরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা যোবায়ের হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিধান কান্তি রুদ্র, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আতিকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মান্নান, উপজেলা প্রকৌশলী আলিফ আহমেদ অক্ষর, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আফরিনা আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাছিমা আক্তার, বিআরডিবি কর্মকর্তা রাসেল সারওয়ার, বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম আমিনুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফওজিয়া আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা, ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ হাবিবুর রহমান, বিজিবি প্রতিনিধি ও খারেরা বিওপি কমান্ডার আঃ ওয়াদুদ, আনসার ও ভিডিপি কর্মকর্তা নুরুজ্জামান, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রক) মোঃ ফরহাদ আবেদীন ভূঁইয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাহেদুল আলম চৌধুরী, উপজেলা মৎস্য কর্মকর্তা সুব্রত গোস্বামী, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, বুড়িচং প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ মোসলেহ উদ্দিন, বুড়িচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল হক বাবু, ছাত্র প্রতিনিধি মোঃ ছাব্বির ও আরিফ আহম্মেদ মাহাদি।
সভায় অংশগ্রহণকারীরা মাদক প্রতিরোধে প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানান এবং যার যার অবস্থান থেকে সহযোগিতার আশ্বাস দেন।
 












সর্বশেষ সংবাদ
ভিডিও ছড়িয়ে দেওয়াই ছিলো নিপীড়নকারীদের উদ্দেশ্য?
পর্নোগ্রাফি মামলার আসামিদের রিমান্ডে চায় পুলিশ
কুমিল্লায় প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
সেনাবাহিনীর অভিযান কুমিল্লায়৩ হাজার ইয়াবা ও ৩০ লাখ টাকাসহ আটক ১
এবি পার্টি মহানগরের উদ্যোগে চাউল বিতরণ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
চালের ড্রাম ছিলো ৩ হাজার ইয়াবা ও ৩০ লাখ টাকা; জব্দ করল সেনাবাহিনী
লালমাইয়ে দুই মাদকসেবীকে সাজা
ভিডিও ছড়িয়ে দেওয়াই ছিলো নিপীড়নকারীদের উদ্দেশ্য?
অবশেষে বন্ধ হলো কুমিল্লা কুটির শিল্প ও বাণিজ্য মেলা
কে এই ফজর আলী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২