ডেঙ্গুর
ভয়াবহতা থেকে নগরবাসীকে রক্ষা করতে মাঠে নেমেছে মানবিক সংগঠন ‘বিবেক’।
নগরবাসীর সুরক্ষা নিশ্চিত করতে বিবেক টিম শুরু করেছে কুমিল্লা সিটি
কর্পোরেশনের ২৭টি ওয়ার্ড জুড়ে মশা নিধন কার্যক্রম। বৃহস্পতিবার (২৬ জুন)
কুমিল্লা নগরীর ১৭ নম্বর ওয়ার্ড পাথুরিয়াপাড়ায় এই কর্মসূচির আনুষ্ঠানিক
কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি হাজী
আমিন উর রশিদ ইয়াছিন।
রবিবার (২৯ জুন) নগরীর ২০নং ওয়ার্ডের দিশাবন্দ
এলাকায় বিভিন্ন ড্রেন, জলাবদ্ধ স্থান ও ঝোপঝাড়ে স্প্রে করে মশা নিধনের
রাসায়নিক ওষুধ ব্যবহার করে বিবেক সদস্যরা।
এ সময় কুমিল্লা সিটি
কর্পোরেশনের ২০নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ হারুনুর রশিদ, দক্ষিণ
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মেরাজ উদ্দিন, ১৪নং ওয়ার্ড বিএনপির
সাধারণ সম্পাদক শরীফুর রহমান, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম
ছোটন, ২০ ওয়ার্ড বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক মো. হিরণ কবির, তরুণ
ছাত্রনেতা মো. সিয়াম প্রমুখ।
সাবেক কাউন্সিলর মোঃ হারুনুর রশিদ বলেন,
বিবেকের চেয়ারম্যান ইউসুফ মোল্লা টিপু করোনাকালে যখন সন্তান বাবার লাশ
স্পর্শ করত না, স্ত্রী স্বামীর পাশে দাঁড়াত না, তখন এই সংগঠনই অসুস্থদের
পাশে দাঁড়িয়েছিল। সেই ধারাবাহিকতায় আজ ডেঙ্গুর মতো ভয়াবহ বিপদের সময়ও বিবেক
টিম দায়িত্ব নিয়ে মাঠে নেমেছে। মশক নিধন কাজে আমরাও বিবেকের পাশে আছি।
প্রতিটি ভালো কাজে অংশ থাকতে চাই। আমরা ২০নং ওয়ার্ডের অলিগলি সব স্থানে
স্থান ও ঝোপঝাড়ে স্প্রে করেছি। ইনশা আল্লাহ এ ধারা অব্যাহত থাকবে।