মঙ্গলবার ১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২
ব্রাহ্মণপাড়ায় সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী আহত
ইসমাইল নয়ন
প্রকাশ: সোমবার, ৩০ জুন, ২০২৫, ১২:৫৬ এএম |


কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সন্ত্রাসী হামলায় মোঃ আশিকুর রহমান নামে মোটর পার্টসের এক ব্যবসায়ী আহত হয়েছেন। গত ২৬ জুন (বৃহস্পতিবার) রাতে উপজেলার মাধবপুর ইউনিয়নের মকিমপুর চারিপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত মোঃ আশিকুর রহমান (৩৮) ওই এলাকার সুলতান চেয়ারম্যান বাড়ির মোঃ ফরিদ মিয়ার ছেলে। 
আহত আশিকুর রহমান সূত্রে জানা গেছে, আশিকুর রহমান দীর্ঘদিন ধরে নিজের বসতঘরের পাশে মোটর পার্টস ও ডিজেল অকটেনের ব্যবসা করে আসছেন। তার ছেলেসন্তান না থাকায় তার অন্য ভাইরা আশিকুর রহমানের জায়গাজমি নানাভাবে জোরপূর্বক দখল করার চেষ্টা করে আসছিল। নানা বিষয় নিয়ে তাকে মারধরের হুমকিধামকিও দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় ঘটনার দিন বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টার দিকে আশিকুর রহমানের স্ত্রী বাড়িতে না থাকার সুযোগে আশিকুর রহমানের ভাই মোঃ আল নাজিম ও মোঃ আতাউর রহমান ঘরের দরজায় গিয়ে তাকে ডাকলে সে দরজা খুলতেই লাঠিসোঁটা ও দা দিয়ে তার উপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাদের হামলায় আশিকুর রহমান গুরুতর আহত হন। পরে তার আর্তচিৎকারে আশপাশের বাসিন্দারা এগিয়ে এলে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আশিকুর রহমানকে আহত অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
আহত আশিকুর রহমান বলেন, আমার ভাই আল নাজিম ও আতাউর রহমানের সঙ্গে পারিবারিক নানা বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। সে কারণে আমার ভাইরা আমার স্ত্রী বাড়িতে না থাকার সুযোগে আমার উপর বৃহস্পতিবার রাতে হামলা চালিয়ে আহত করেছে। এ সময় তারা আমার দোকানের ক্যাশ ভেঙে সাড়ে ছয় লাখ নগদ টাকা ও চার লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। আমি এর সুষ্ঠু বিচার দাবি করছি।












সর্বশেষ সংবাদ
ভিডিও ছড়িয়ে দেওয়াই ছিলো নিপীড়নকারীদের উদ্দেশ্য?
পর্নোগ্রাফি মামলার আসামিদের রিমান্ডে চায় পুলিশ
কুমিল্লায় প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
সেনাবাহিনীর অভিযান কুমিল্লায়৩ হাজার ইয়াবা ও ৩০ লাখ টাকাসহ আটক ১
এবি পার্টি মহানগরের উদ্যোগে চাউল বিতরণ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
চালের ড্রাম ছিলো ৩ হাজার ইয়াবা ও ৩০ লাখ টাকা; জব্দ করল সেনাবাহিনী
লালমাইয়ে দুই মাদকসেবীকে সাজা
ভিডিও ছড়িয়ে দেওয়াই ছিলো নিপীড়নকারীদের উদ্দেশ্য?
অবশেষে বন্ধ হলো কুমিল্লা কুটির শিল্প ও বাণিজ্য মেলা
কে এই ফজর আলী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২