কুমিল্লার
ব্রাহ্মণপাড়ায় সন্ত্রাসী হামলায় মোঃ আশিকুর রহমান নামে মোটর পার্টসের এক
ব্যবসায়ী আহত হয়েছেন। গত ২৬ জুন (বৃহস্পতিবার) রাতে উপজেলার মাধবপুর
ইউনিয়নের মকিমপুর চারিপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত মোঃ আশিকুর রহমান
(৩৮) ওই এলাকার সুলতান চেয়ারম্যান বাড়ির মোঃ ফরিদ মিয়ার ছেলে।
আহত
আশিকুর রহমান সূত্রে জানা গেছে, আশিকুর রহমান দীর্ঘদিন ধরে নিজের বসতঘরের
পাশে মোটর পার্টস ও ডিজেল অকটেনের ব্যবসা করে আসছেন। তার ছেলেসন্তান না
থাকায় তার অন্য ভাইরা আশিকুর রহমানের জায়গাজমি নানাভাবে জোরপূর্বক দখল করার
চেষ্টা করে আসছিল। নানা বিষয় নিয়ে তাকে মারধরের হুমকিধামকিও দিয়ে আসছিল।
এরই ধারাবাহিকতায় ঘটনার দিন বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টার দিকে আশিকুর
রহমানের স্ত্রী বাড়িতে না থাকার সুযোগে আশিকুর রহমানের ভাই মোঃ আল নাজিম ও
মোঃ আতাউর রহমান ঘরের দরজায় গিয়ে তাকে ডাকলে সে দরজা খুলতেই লাঠিসোঁটা ও
দা দিয়ে তার উপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাদের হামলায় আশিকুর রহমান
গুরুতর আহত হন। পরে তার আর্তচিৎকারে আশপাশের বাসিন্দারা এগিয়ে এলে তারা
ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আশিকুর রহমানকে আহত অবস্থায় উদ্ধার করে
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
আহত আশিকুর
রহমান বলেন, আমার ভাই আল নাজিম ও আতাউর রহমানের সঙ্গে পারিবারিক নানা বিষয়
নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। সে কারণে আমার ভাইরা আমার স্ত্রী বাড়িতে না
থাকার সুযোগে আমার উপর বৃহস্পতিবার রাতে হামলা চালিয়ে আহত করেছে। এ সময়
তারা আমার দোকানের ক্যাশ ভেঙে সাড়ে ছয় লাখ নগদ টাকা ও চার লাখ টাকা মূল্যের
স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। আমি এর সুষ্ঠু বিচার দাবি করছি।