মঙ্গলবার ১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২
আখাউড়া স্থলবন্দরে চলছে কমপ্লিট শাটডাউন
প্রকাশ: সোমবার, ৩০ জুন, ২০২৫, ১২:৫৬ এএম |


জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের অপসারণের দাবিতে এনবিআরের কর্মকর্তা কর্মচারীদের কমপ্লিট শাটডাউন চলছে।  
সারাদেশের মতো ব্রাহ্মণবাড়িয়াতেও কাস্টমস হাউস ও শুল্ক স্টেশনগুলোতে কর্মবিরতি চলছে।
যার প্রভাব পড়েছে দেশের অন্যতম রপ্তানিমুখী আখাউড়া স্থলবন্দরে।
রোববার (২৯ জুন) এই বন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। গত শুক্রবার রাজস্ব কর্মকর্তাদের স্বাক্ষরিত বিল অব এক্সপোর্ট দিয়ে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ২৩টি ট্রাকে করে ৯২ টন মাছ এবং তিনটি ট্রাকে করে ৬২ টন ময়দা ভারতে রপ্তানি করা হয়।
বন্দরের এই অচল অবস্থার কারণে আজ রোববার নতুন করে কোনো পণ্য আনেননি ব্যবসায়ীরা। এতে করে সরকার একদিকে যেমন রাজস্ব হারাচ্ছে তেমনি ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা।
বন্দরের ব্যবসায়ীরা জানান, রাজস্ব কর্মকর্তারা শনিবার থেকে কমপ্লিট শাট ডাউনের বিষয়ে আগে থেকেই ব্যবসায়ীদের অবগত করেছিলেন। যে কারণে ব্যবসায়ীরা এই বন্দর দিয়ে পণ্য রপ্তানির জন্য কোনো মালামাল আনেননি। এতে করে রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। এই কারণে ব্যবসায়ীদের বিপুল অংকের ক্ষতি হচ্ছে।  
আখাউড়া আমদানি-রপ্তানিকারক সিঅ্যান্ডএফ অ্যসোসিয়েশনের সভাপতি নিছার উদ্দিন ভুঁইয়া বলেন, শাট ডাউনের কারণে পণ্য রপ্তানি একেবারে বন্ধ রয়েছে। এতে আমাদের সব ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আমরা চাই দ্রুত সমস্যা সমাধান করে বন্দরের কার্যক্রম স্বাভাবিক করা হোক।
আখাউড়া স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, কর্মসূচির আত্ততামুক্ত হওয়ায় যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। তবে কোনো পণ্য রপ্তানির জন্য বিল অব এক্সপোর্ট আসেনি।













সর্বশেষ সংবাদ
ভিডিও ছড়িয়ে দেওয়াই ছিলো নিপীড়নকারীদের উদ্দেশ্য?
পর্নোগ্রাফি মামলার আসামিদের রিমান্ডে চায় পুলিশ
কুমিল্লায় প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
সেনাবাহিনীর অভিযান কুমিল্লায়৩ হাজার ইয়াবা ও ৩০ লাখ টাকাসহ আটক ১
এবি পার্টি মহানগরের উদ্যোগে চাউল বিতরণ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
চালের ড্রাম ছিলো ৩ হাজার ইয়াবা ও ৩০ লাখ টাকা; জব্দ করল সেনাবাহিনী
লালমাইয়ে দুই মাদকসেবীকে সাজা
ভিডিও ছড়িয়ে দেওয়াই ছিলো নিপীড়নকারীদের উদ্দেশ্য?
কে এই ফজর আলী
অভিযুক্ত ফজর আলীসহ গ্রেপ্তার ৫
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২