দেশে
জুলাই বিপ্লব পরবর্তী সময়ে ড. ইউনূস দায়িত্ব নেন। আর এর পর পরই দেশে বাড়তে
থাকে রেমিট্যান্সের গতিপ্রবাহ। একের পর এক রেকর্ড গড়ে রেমিট্যান্সে। প্রতি
মাসেই প্রবাসী আয়ের ধারাবাহিকতা রয়েছে। আর এর মধ্যে দিয়ে রেমিট্যান্স
প্রবাহের নতুন রেকর্ড গড়েছে চলতি ২০২৪-২৫ অর্থবছর।
যদিও অর্থবছর শেষে
হতে এখনও দুই দিন বাকি রয়েছে। তবে এরই মধ্যে ৩০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে
গেছে। দেশীয় মুদ্রায় প্রতি ডলার ১২২ টাকা ধরে যার পরিমাণ প্রায় ৩ লাখ ৭০
হাজার কোটি টাকা। এর আগে কোনো অর্থবছরে এত পরিমাণ রেমিট্যান্স বা প্রবাসী
আয় দেশে আসেনি।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি ২০২৪-২৫ অর্থবছরের
প্রথম মাস জুলাই থেকে চলতি মাস জুনের ২৮ তারিখ পর্যন্ত মোট ৩০.৫ বিলিয়ন
ডলার রেমিট্যান্স এসেছে। যা গত ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ের তুলনায় ২৬
দশমিক ৫ শতাংশ বেশি। ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ২৩
দশমিক ৭৪ বিলিয়ন ডলার।
এর আগে অর্থবছর হিসাবে সর্বোচ্চ রেমিট্যান্সে
এসেছিল গত ২০২০-২১ অর্থবছরে। বৈশ্বিক মহামারি করোনাভাইরাস চলাকালীন সময়ে
সর্বোচ্চ রেমিট্যান্স আসার রেকর্ড ছিল ২ হাজার ৪৭৮ কোটি বা ২৪.৭৮ বিলিয়ন
ডলার।
২০২৪-২৫ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার
ডলার রেমিট্যান্স এসেছে, আগস্টে এসেছে ২২২ কোটি ১৩ লাখ ২০ হাজার মার্কিন
ডলার, সেপ্টেম্বরে এসেছে ২৪০ কোটি ৪১ লাখ, অক্টোবরে এসেছে ২৩৯ কোটি ৫০ লাখ
মার্কিন ডলার, নভেম্বর মাসে এসেছে ২২০ কোটি ডলার, ডিসেম্বরে এসেছে ২৬৪ কোটি
ডলার, জানুয়ারিতে ২১৯ কোটি ডলার এবং ফেব্রুয়ারিতে ২৫৩ কোটি ডলার, মার্চে
৩২৯ কোটি ডলার, এপ্রিলে আসে ২৭৫ কোটি ডলার সবশেষ মে মাসে এসেছে ২৯৭ কোটি
ডলারের রেমিট্যান্স।