আন্তর্জাতিক
সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গি সন্দেহে মালয়েশিয়ায় ১৬ জন
বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৭ জুন) মালয়েশিয়ার
স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল এক প্রেস
স্টেটমেন্টে এই তথ্য জানান। মালয়েশিয়ার একাধিক গণমাধ্যমে এই খবর প্রকাশিত
হয়েছে।
মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে বলা
হয়েছে, গত ২৪ জুন থেকে মালয়েশিয়ার শেলানগর এবং জহর এলাকায় অভিযান চালিয়ে
মোট ৩৬ জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়। এর মধ্যে পাঁচ জনের
বিরুদ্ধে মালয়েশিয়ায় বিভিন্ন অপরাধের সঙ্গে সম্পৃক্ততার তথ্য ছিল। ১৫ জনের
যথাযথ কাগজপত্র না থাকায় তাদের বাংলাদেশে ডিপোর্ট করার নির্দেশনা দেওয়া হয়।
বাকি ১৬ জনের বিরুদ্ধে জঙ্গি তৎপরতার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ পাওয়া
গেছে।
সংবাদ বিজ্ঞপ্তি ও মালয়েশিয়ান গণমাধ্যমে বলা হয়, জঙ্গি তৎপরতার
অভিযোগে গ্রেফতার হওয়া ১৬ জন আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন
ইসলামিক স্টেটের একটি সেল পরিচালনা করে আসছিল। তারা মালয়েশিয়ায় একটি
রিক্রুটমেন্ট সেল গঠন করেছিল। একইসঙ্গে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার জন্য
তারা একটি ফান্ডও গঠন করে। মালয়েশিয়ার গোয়েন্দা সংস্থা এবং পুলিশের বিশেষ
শাখা যৌথ অনুসন্ধানের মাধ্যমে এসব তথ্য হাতে পেয়েছে।
মালয়েশিয়ার
স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল এক প্রেস স্টেটমেন্টে
বলেছেন, ‘আমি জোর দিয়ে বলতে চাই, মালয়েশিয়া কখনও বিদেশি চরমপন্থি আন্দোলনের
কোনও উপাদানের জন্য আশ্রয়স্থল বা আতিথ্য প্রদানকারী রাষ্ট্র হবে না।
কর্তৃপক্ষের এই পদক্ষেপগুলো প্রমাণ করে, মাদানি সরকার বিষয়টি নিয়ে
গুরুত্বের সঙ্গে কাজ করছে এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কোনও
উপাদানকে সহ্য করবে না।’
তিনি বলেন, ‘এই অভিযানের সাফল্য আমাদের জাতীয়
নিরাপত্তা সংস্থাগুলোর, বিশেষ করে পুলিশের দক্ষতা ও পেশাদারত্বের প্রতিফলন;
যারা সার্বভৌমত্ব, সম্প্রীতি এবং জনশৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার গোয়েন্দা সক্ষমতা আরও জোরদার করবে, নজরদারি ও
প্রয়োগ কার্যক্রম আরও তীব্র করবে এবং দেশীয় ও আন্তর্জাতিক নিরাপত্তা
সংস্থাগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে; যাতে মালয়েশিয়া শান্তিপূর্ণ,
স্থিতিশীল ও সন্ত্রাসমুক্ত থাকে। মালয়েশিয়াকে সন্ত্রাসী কার্যক্রমের ঘাঁটি
বা ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহারের যেকোনও চেষ্টা কঠোর, দ্রুত ও কার্যকর
প্রতিক্রিয়ার মুখোমুখি হবে।’
এদিকে মালয়েশিয়ায় একযোগে ১৬ জন সন্দেহভাজন
জঙ্গিসহ ৩৬ বাংলাদেশি গ্রেফতার নিয়ে প্রবাসীদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি
হয়েছে। অনেকেই মনে করছেন, এই ঘটনায় প্রবাসীদের জন্য কাজ ও বসবাসের ওপর
প্রভাব পড়তে পারে।
বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা
বাংলা ট্রিবিউনকে জানান, তিনিও বিষয়টি শুনেছেন। মালয়েশিয়ায় বাংলাদেশ
দূতাবাসের সঙ্গে যোগাযোগ স্থাপন করে তারা বিষয়টির সত্যতা ও প্রকৃত ঘটনা
জানার চেষ্টা করছেন।
ওই কর্মকর্তা বলেন, এমনিতেই নানারকম সমস্যার কারণে
মালয়েশিয়ায় শ্রমশক্তি রফতানি বন্ধ রয়েছে। আমরা সরকারিভাবে আলোচনার মাধ্যমে
বিষয়টি সুরাহার চেষ্টা করে আসছিলাম। এই ঘটনার কারণে সেই প্রচেষ্টা ব্যাহত
হতে পারে। এছাড়া এতে সামগ্রিকভাবে প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন
হবে।
মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের হাইকমিশনার মো. শামীম আহসানের সঙ্গে
যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। বাংলাদেশ পুলিশের একজন দায়িত্বশীল
কর্মকর্তা জানান, বিষয়টি তার জানা নেই। তিনি বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ের
সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন।
এর আগে সিঙ্গাপুরেও জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে একাধিক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয় এবং দেশে ফেরত পাঠানো হয়।