বুধবার ২৮ মে ২০২৫
১৪ জ্যৈষ্ঠ ১৪৩২
লাকসামে সয়াবিনসহ বিভিন্ন পণ্যের নকল কারখানার সন্ধান ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থ ও কারাদণ্ড প্রদান
সৈয়দ মুজিবুর রহমান দুলাল
প্রকাশ: সোমবার, ২৬ মে, ২০২৫, ১২:৪৪ এএম |


পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কুমিল্লার লাকসামে একটি অসাধুচক্র নকল সয়াবিন তৈল, সরিষার তৈল, আটা, ময়দা, চিনি, চা পাতাসহ বিভিন্ন খাদ্যপণ্য তৈরি এবং বিক্রিতে মেতে ওঠেছে। 
রবিবার (২৫ মে) লাকসাম পৌরশহরের হাউজিং এস্টেট প্রবেশের গলির পাশে অবস্থিত আমেরিকা প্রবাসী মোস্তফা কামালের (কামাল ডেকোরেটারের মালিক) একটি ভবনের নীচ তলায় গোপন সংবাদের ভিত্তিতে 'ইউএস স্টাইল ফুড ফ্যাক্টরি' নামে অবৈধ এই নকল কারখানার সন্ধান মিলে। পরে ওইদিন দুপুরে নকল পণ্য উৎপাদন কারখানায় লাকসাম উপজেলা প্রশাসন ও বিএসটিআই যৌথভাবে অভিযান চালায়।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, ওই অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে সয়াবিন তৈলের নামে বাজার থেকে নিম্নমানের খোলা পামওয়েল, সুপার, সরিষার তৈল এনে রিপাইন এবং ফিল্টারিংয়ের মাধ্যমে বোতলজাত করেন। ওইসব তৈলের বোতলে বিভিন্ন ব্যান্ডের ও নামিদামি কোম্পানির মোড়ক (লেভেল) লাগিয়ে বাজারে সরবরাহ এবং বিক্রয় করছেন। এ 
ছাড়াও নিম্নমানের খোলা আটা, ময়দা, চিনি বিভিন্ন কোম্পানির মোড়কে প্যাকেটজাত করে বাজারে বাজারে সরবরাহ এবং বিক্রয় করছেন। যা সম্পূর্ণ ভাবে অবৈধ এবং ক্রেতা সাধারণের সঙ্গে বড় ধরণের প্রতারণা। এমনকি ভোক্তা অধিকার পরিপন্থী। 
এ ছাড়াও ওই অসাধু ব্যবসায়ী বিএসটিআই হতে পণ্যের গুনগতমান পরীক্ষণপূর্বক সিএম সনদ গ্রহণ না করেও (ইউএস স্টাইল ব্রান্ডের) ফর্টিফাইড সয়াবিন অয়েল, ফর্টিফাইড পাম অলিন, সরিষার তেল, আটা, চিনি, ব্ল্যক টিসহ নানাহ পণ্যের মোড়কে স্ট্যান্ডার্ড মার্ক (মান চিহ্ন) ব্যবহার করেন। ওই অপরাধে বিএসটিআই আইন ২০১৮ মোতাবেক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানের ম্যানেজার জাবেদ আহমেদকে ৫০ হাজার টাকা জরিমানা ও ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। এ সময় ওই কারখানা থেকে বিপুল পরিমাণ সয়াবিন তৈল, সরিষার তৈল, আটা, ময়দা, চিনি, চা পাতা বিভিন্ন খাদ্যপণ্যের উপকরণ, বোতল, মোড়কসহ নানাহ পণ্য উদ্ধার করা হয়। ভ্রাম্যমান আদালত ওই অবৈধ কারখানাটি সীলগালা করে দেন।
ভ্রাম্যমান আদালতের বিচারক লাকসাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাউছার হামিদ এ অর্থদন্ড ও কারাদণ্ড প্রদান করেন। এ সময় কুমিল্লা বিএসটিআই কার্যালয়ের কর্মকর্তা ইকবাল আহাম্মদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 
এই ব্যাপারে ভ্রাম্যমান আদালতের বিচারক ও লাকসাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাউছার হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মো. মোস্তফা কামাল (ইউ এস কামাল) নামের ওই অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে এ অপকর্ম করে আসছেন।
তিনি বলেন, খোঁজ নিয়ে জানা গেছে, কারখানার মূল মালিক প্রবাসে রয়েছেন। তাঁর অবর্তমানে ম্যানেজার জাবেদ আহমেদ ওই কারখানা পরিচালনা করছেন। কারখানার ম্যানেজারকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা এবং ১৫দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে। এ ছাড়াও মালামাল জব্দ এবং কারখানাটি সিলগালা করে দেওয়া হয়। 
আদালতের বিচারক ও লাকসাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাউছার হামিদ বলেন, জনস্বার্থে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

 












সর্বশেষ সংবাদ
কুমিল্লায় জন্মবার্ষিকীর সমাপনী অনুষ্ঠিত
শিশু মৃত্যুর এক বছর পর মরদেহ উত্তোলন
কুমিল্লায় মা ও ভাবীকে হত্যায় যুবকের মৃত্যুদণ্ড
সৌদি আরবে কোরবানির ঈদ ৬ জুন
লালমাইয়ে পুকুরে ভাসছিল অজ্ঞাত কিশোরীর লাশ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কবি নজরুলকে বিশ্বের দরবারে ছড়িয়ে দিতে চাই
দাবী আদায়ে কর্মবিরতীতে প্রাথমিকের শিক্ষকেরা
মহাসড়কের গৌরীপুর বাসস্ট্যান্ডে অবৈধ স্থাপনা উচ্ছেদ
পরিকল্পিত নগরায়নের চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে আইইবি কুমিল্লা কেন্দ্রে সেমিনার
মুরাদনগরে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার ২
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২