ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঈদযাত্রা নির্বিঘ্ন করার লক্ষ্যে মহাসড়কের দাউদকান্দি অংশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
সোমবার
বেলা ১১টায় মহাসড়কে দাউদকান্দির গৌরীপুর বাসষ্ট্যান্ডে সড়কের দুই পাশে
অবৈধভাবে ছাতা ও সামিয়ানা টানিয়ে বিভিন্ন মৌসুমি ফলের দোকানসহ শতাধিক অবৈধ
স্থাপনা উচ্ছেদ করা হয়।
কুমিল্লা সড়ক ও জনপথ অধিদপ্তরের উদ্যোগে এই
উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। উচ্ছেদ অভিযানে ছিলেন উপজেলা প্রশাসন, সড়ক ও
জনপথ অধিদপ্তরের প্রতিনিধি, সেনাবাহিনী, থানা পুলিশ ও হাইওয়ে থানা পুলিশের
সদস্যরা।
উচ্ছেদ অভিযান পরিচালনাকালে কুমিল্লা সড়ক ও জনপথ অধিদপ্তরের
উপ-বিভাগীয় প্রকৌশলী শফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, ঈদকে সামনে রেখে মহাসড়কের
দাউদকান্দি অংশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে এবং এটা
চলমান থাকবে।
দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী
ম্যাজিস্ট্রেট মোঃ রেদওয়ান ইসলাম বলেন, এখানে উচ্ছেদ অভিযান অতীতেও
হয়েছিলো। আজকে উঠিয়ে দিয়ে গেলাম। নতুন করে যেন না বসতে পারে সে বিষয়ে
হার্ডলাইনে থাকবো।