প্রদীপ মজুমদার :
কুমিল্লার
লালমাইয়ে পুকুর ভাসমান অবস্থায় অজ্ঞাত এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে
পুলিশ। মঙ্গলবার (২৭ মে) সকাল ৮ টায় উপজেলার ভুলইন উত্তর ইউনিয়নের
কুসুমবাড়ি মজুমদার বাড়ি বড় পুকুর থেকে অজ্ঞাত ওই কিশোরীর লাশ উদ্ধার করা
হয়। এর আগে ভোরে গ্রামের বাসিন্দারা মাঠে গরু নিয়ে যাওয়ার সময় পানিতে লাশটি
ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।
মরদেহটি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে
লালমাই থানার সেকেন্ড অফিসার এস আই আবদুল্লাহ আল ফারুক বলেন, স্থানীয়রা
লাশটি পুকুরের এক কোনায় পানিতে ভাসতে দেখে পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশের
একটি টিম ঘটনাস্থলে গিয়ে পানি থেকে ভাসমান লাশটি উদ্ধার করে সুরতহাল করেন।
তবে মেয়েটির পড়নে কোন পোষাক ছিলনা। ঘটনা অনুসন্ধানের জন্য পিবিআই ও সিআইডি
পুলিশ ওই স্থানে গিয়েছেন।
ধারনা করা যাচ্ছে, দুই তিন দিন আগেই মেয়েটির মৃত্যু হয়েছে। অতিরিক্ত পানি ঢুকে মরদেহটি ফুলে ফেঁপে গিয়েছে এবং পঁচা দুর্গন্ধ বের হয়।
আরও জানা যায়, নিহত কিশোরীর বয়স আনুমানিক ১৪ বছর। তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
ভুলইন
উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমরান কবির বলেন, মজুমদার বাড়ি পুকুরে
লাশ ভাসার খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। মেয়েটিকে চিনতে পারিনি।
তবে গ্রামের মানুষ থেকে শুনেছি তিন চার দিন আগে মেয়েটিকে তারা গ্রামে
ঘুরাঘুরি করতে দেখেছে৷ সম্ভবত মেয়েটি মানসিক ভারসাম্যহীন ছিল।
লালমাই
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, অজ্ঞাত কিশোরীর পরিচয়
শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ মর্গে
পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ বলা
যাবে।