বৃহস্পতিবার ২৯ মে ২০২৫
১৫ জ্যৈষ্ঠ ১৪৩২
পরিকল্পিত নগরায়নের চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে আইইবি কুমিল্লা কেন্দ্রে সেমিনার
প্রকাশ: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫, ১:৪২ এএম আপডেট: ২৭.০৫.২০২৫ ২:০১ এএম |




 পরিকল্পিত নগরায়নের চ্যালেঞ্জ ও করণীয়  বিষয়ে আইইবি কুমিল্লা কেন্দ্রে সেমিনারনিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের পরিকল্পিত নগরায়নের বর্তমান চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ সেমিনার করেছে আইইবি কুমিল্লা কেন্দ্র।
২৬ মে সোমবার বিকেলে আইইবি কুমিল্লা কেন্দ্রের মিলনায়তনে"বাংলাদেশে পরিকল্পিত নগরায়নের চ্যালেঞ্জ ও করণীয়" শিরোনামের সেমিনারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নগর পরিকল্পনাবিদ, স্থপতি, প্রকৌশলী, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইবির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট প্রকৌশলী খান মন্জুর মোর্শেদ।  তিনি বলেন, “পরিকল্পিত নগর গড়ে তোলা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি একটি সমন্বিত প্রয়াস। আমাদের সবাইকে নিজ নিজ জায়গা থেকে সচেতন ও সক্রিয় হতে হবে।”
মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট নগর পরিকল্পনাবিদ বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানারস (বিআইপি) এর প্রেসিডেন্ট এবং আরবান এন্ড রিজিওনাল প্লানিং বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.আদিল মুহাম্মদ খান, যেখানে তিনি বাংলাদেশে নগরায়ণের বর্তমান অবস্থা, জনসংখ্যার চাপ, অপরিকল্পিত উন্নয়ন, পরিবেশগত ঝুঁকি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। মূল আলোচক তার আলোচনায় বাংলাদেশে পরিকল্পিত নগরায়নের চ্যালেঞ্জসমূহ ও করণীয় তুলে ধরেন। তিনি বলেন দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনের জন্য ঢাকার বাইরে জেলা ও উপজেলা শহর এবং বাজারকেন্দ্রিক মফস্বল শহরগুলোর নগর অর্থনীতি বেগবান করার উদ্যোগ নিতে হবে। এছাড়া অন্তর্ভুক্তিমূলক নগর উন্নয়ন নিশ্চিত করতে সকলের জন্য মানসম্মত আবাসন ও নাগরিক সুবিধাদি নিশ্চিত করতে হবে। তিনি তার আলোচনায় নগর এলাকার মানুষের জন্য পরিকল্পিত উপায়ে আবাসনসহ নাগরিক সুবিধা ও পরিষেবাগুলো পৌঁছে দিতে যথাযথ পরিকল্পনা প্রণয়ন এবং তার কার্যকর বাস্তবায়নের কথাও তুলে ধরার পাশাপাশি নিম্নলিখিত পরামর্শসমূহ প্রদান করেন।
১.শহরের আবাসিক ও রাস্তাঘাটের ডেটাম লেবেল নির্ধারণ করা ২.সিটি/পৌর কর্পোরেশনে পরিকল্পনাবিদ নিয়োগ দেয়া এবং প্ল্যান পাশের ক্ষেত্রে রেজিষ্টার্ড প্রকৌশলী/স্থপতির মাধ্যমে প্ল্যান তৈরি করতে হবে।
বক্তারা বলেন, নগর পরিকল্পনায় দীর্ঘমেয়াদী চিন্তা, শক্তিশালী নীতিমালা, প্রযুক্তি-নির্ভর সমাধান এবং জনসম্পৃক্ততার প্রয়োজনীয়তা এখন সময়ের দাবি।
আইইবি কুমিল্লা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও সম্মানী সম্পাদক প্রকৌশলী সাইদুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আইইবির ভাইস-প্রেসিডেন্ট, (মানব সম্পদ উন্নয়ন) শেখ আল আমিন। ভাইস প্রেসিডেন্ট (সার্ভিস এন্ড ওয়েলফেয়ার) প্রকৌশলী নিয়াজ উদ্দিন ভুইয়া, আইইবির ভাইস প্রেসিডেন্ট (প্রশাসন ও অর্থ) ইঞ্জিনিয়ার এ. টি. এম. তানবীর-উল হাসান (তমাল) এবং আইইবির সম্মানী সম্পাদক অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মো. সাব্বির মোস্তফা খান। 
আইইবি কুমিল্লা কেন্দ্রের ভাইস চেয়ারম্যান প্রকৌশলী শফিউল আলম (একাডেমিক, মানব সম্পদ উন্নয়ন ) সহ কুমিল্লা সিটি কর্পোরেশনের বিভিন্ন সরকারি/বেসরকারি অফিসের প্রকৌশলীগণসহ নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী ও চাঁদপুর জেলার প্রায় দুই শতাধিক প্রকৌশলী সেমিনারে অংশগ্রহণ করেন।
 












সর্বশেষ সংবাদ
ঈদুল আজহা ৭ জুন
কুমিল্লায় বাহার-সূচির বিরুদ্ধে আরো এক হত্যা মামলা
বাংলা একাডেমি নজরুল পুরস্কার পাওয়ায় বিশিষ্ট নজরুল গবেষক প্রফেসর ড. আনোয়ারুল হককে সংবর্ধনা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
দখলে-দূষণে মিতল্লা খাল, বর্ষায় ভোগান্তির আশঙ্কা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় মা ও ভাবীকে হত্যায় যুবকের মৃত্যুদণ্ড
কুমিল্লার বিএনপি নেতা আনোয়ার হোসেনের মৃত্যু
কুমিল্লা শিক্ষা বোর্ডের সাবেক কর্মকর্তা আব্দুল খালেক আর নেই
কুমিল্লায় জন্মবার্ষিকীর সমাপনী অনুষ্ঠিত
শিশু মৃত্যুর এক বছর পর মরদেহ উত্তোলন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২