কুমিল্লার
মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুরে যৌথ বাহিনীর অভিযানে ইয়াছিন আরাফাত (২০)
নামে এক কুখ্যাত মাদক ব্যবসায়ীসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। রোববার রাতে
বাঙ্গরা বাজার থানা পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে পরিচালিত এ অভিযানে মাদকসহ
তাদের আটক করা হয়।
গ্রেফতার অপরজন হলেন একই এলাকার মৃত কাদির মিয়ার
ছেলে মো. হিরো (৪০)। অভিযানের সময় হিরোর বাড়িতে তল্লাশি চালিয়ে ৮ কেজি
গাঁজা, ১৭০ পিস ইয়াবা এবং একটি বিদেশি মদের বোতল জব্দ করে যৌথ বাহিনী।
স্থানীয়
সূত্রে জানা যায়, ইয়াছিন আরাফাত দীর্ঘদিন ধরে রামচন্দ্রপুর থেকে বাইকে করে
হোম ডেলিভারির মাধ্যমে হোমনা, মুরাদনগর, বাঞ্ছারামপুর ও নবীনগরসহ আশপাশের
গ্রামগুলোতে মাদক সরবরাহ করতেন। তার বিরুদ্ধে রয়েছে একাধিক অভিযোগ। তিনি
একটি কিশোর গ্যাংয়ের মাধ্যমে রাতভর মাদক বেচাকেনা পরিচালনা করতেন। এলাকায়
তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস করতেন না অনেকেই।
এলাকাবাসীর অভিযোগ,
ইয়াছিন তার আত্মীয় সফিকুল ইসলামের বাড়িতে অবস্থান করে মাদকের ব্যবসা
পরিচালনা করতেন। কলেজপাড়া এলাকার একাধিক স্থানে দিনে-রাতে চলে মাদক
বেচাকেনা। এছাড়া বিভিন্ন বাড়ির মালিককে ভয়ভীতি ও প্রলোভন দেখিয়ে মাদক রাখতে
বাধ্য করতেন বলেও অভিযোগ পাওয়া গেছে।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের
অংশ হিসেবে যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করে। আটককৃতদের বিরুদ্ধে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে
কারাগারে পাঠানো হয়েছে।”
অভিযানে ইয়াছিন আরাফাতের গ্রেফতারে এলাকাবাসীর
মাঝে স্বস্তি ফিরে এসেছে। অনেকেই প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে
অভিযানের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন।