বুধবার ২৮ মে ২০২৫
১৪ জ্যৈষ্ঠ ১৪৩২
মুরাদনগরে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার ২
মোঃ সাজ্জাদ হোসেন, মুরাদনগর
প্রকাশ: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫, ১:৪২ এএম আপডেট: ২৭.০৫.২০২৫ ২:০২ এএম |





 মুরাদনগরে যৌথ  বাহিনীর অভিযানে গ্রেফতার ২ কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুরে যৌথ বাহিনীর অভিযানে ইয়াছিন আরাফাত (২০) নামে এক কুখ্যাত মাদক ব্যবসায়ীসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। রোববার রাতে বাঙ্গরা বাজার থানা পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে পরিচালিত এ অভিযানে মাদকসহ তাদের আটক করা হয়।
গ্রেফতার অপরজন হলেন একই এলাকার মৃত কাদির মিয়ার ছেলে মো. হিরো (৪০)। অভিযানের সময় হিরোর বাড়িতে তল্লাশি চালিয়ে ৮ কেজি গাঁজা, ১৭০ পিস ইয়াবা এবং একটি বিদেশি মদের বোতল জব্দ করে যৌথ বাহিনী।
স্থানীয় সূত্রে জানা যায়, ইয়াছিন আরাফাত দীর্ঘদিন ধরে রামচন্দ্রপুর থেকে বাইকে করে হোম ডেলিভারির মাধ্যমে হোমনা, মুরাদনগর, বাঞ্ছারামপুর ও নবীনগরসহ আশপাশের গ্রামগুলোতে মাদক সরবরাহ করতেন। তার বিরুদ্ধে রয়েছে একাধিক অভিযোগ। তিনি একটি কিশোর গ্যাংয়ের মাধ্যমে রাতভর মাদক বেচাকেনা পরিচালনা করতেন। এলাকায় তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস করতেন না অনেকেই।
এলাকাবাসীর অভিযোগ, ইয়াছিন তার আত্মীয় সফিকুল ইসলামের বাড়িতে অবস্থান করে মাদকের ব্যবসা পরিচালনা করতেন। কলেজপাড়া এলাকার একাধিক স্থানে দিনে-রাতে চলে মাদক বেচাকেনা। এছাড়া বিভিন্ন বাড়ির মালিককে ভয়ভীতি ও প্রলোভন দেখিয়ে মাদক রাখতে বাধ্য করতেন বলেও অভিযোগ পাওয়া গেছে।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”
অভিযানে ইয়াছিন আরাফাতের গ্রেফতারে এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে। অনেকেই প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অভিযানের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন।
















সর্বশেষ সংবাদ
কবি নজরুলকে বিশ্বের দরবারে ছড়িয়ে দিতে চাই
১২৮০ টাকার বাসের টিকিট বিক্রি হচ্ছিল দুই হাজারে!
মহাসড়কের গৌরীপুর বাসস্ট্যান্ডে অবৈধ স্থাপনা উচ্ছেদ
দাবী আদায়ে কর্মবিরতীতে প্রাথমিকের শিক্ষকেরা
মুরাদনগরে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার ২
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
১১তম গ্রেড, উচ্চতর গ্রেড ও শতভাগ পদোন্নতির দাবিতে মাঠে শিক্ষকরা
বিমানে স্ত্রীর সাথে ঝগড়া করে মার খেলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাকরন
জুলাই আন্দোলনে ব্যাপকভাবে প্রাসঙ্গিক ছিলেন কাজী নজরুল
কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে বিদেশী পিস্তলসহ যুবক গ্রেপ্তার
পাঠ্যপুস্তকে ভূমি ব্যবস্থাপনা অন্তর্ভুক্তের পরামর্শ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২