শুক্রবার ১৪ নভেম্বর ২০২৫
৩০ কার্তিক ১৪৩২
ঈদের ছুটিতেও খোলা থাকবে দেশের সব কাস্টম হাউস
প্রকাশ: মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৬:৪০ পিএম |

ঈদের ছুটিতেও খোলা থাকবে দেশের সব কাস্টম হাউসআসন্ন ঈদুল আজহার ছুটিতেও দেশের সব কাস্টম হাউস ও শুল্ক স্টেশন খোলা থাকবে। আমদানি-রফতানি কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখার স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

মঙ্গলবার (২০ মে) এনবিআরের দ্বিতীয় সচিব (কাস্টমস ও নীতি) মুকিতুল হাসান সই করা এক আদেশে বলা হয়েছে, ঈদুল আজহা উপলক্ষে ৫ থেকে ১৪ জুন পর্যন্ত সরকার ঘোষিত ছুটির মধ্যে ঈদের দিন ছাড়া অন্যান্য সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনগুলোতে সীমিত পরিসরে আমদানি-রফতানি কার্যক্রম চালু রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।


এতে আরও বলা হয়, আমদানি-রফতানি বাণিজ্য সচল রাখার লক্ষ্যে কাস্টম হাউস ও শুল্ক স্টেশনগুলোতে প্রয়োজনীয় জনবল উপস্থিত রেখে সীমিত পরিসরে কার্যক্রম পরিচালনা করতে হবে।

এদিকে ঈদুল আজহা বাংলাদেশে ৬ অথবা ৭ জুন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার ঈদ উপলক্ষে ১০ দিনের ছুটি ঘোষণা করেছে। এই ছুটি শুরু হবে ৫ জুন থেকে এবং শেষ হবে ১৪ জুন।

চট্টগ্রাম, বেনাপোল, পেট্রাপোল, হিলি, ভোমরা, সোনা মসজিদসহ দেশের গুরুত্বপূর্ণ কাস্টম হাউস ও স্থলবন্দরে এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এনবিআরের এ উদ্যোগের ফলে ঈদের দীর্ঘ ছুটিতেও আমদানি-রফতানিতে কোনও ধরনের স্থবিরতা দেখা দেবে না বলে আশা করা হচ্ছে। ব্যবসায়ী মহলও এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
যে চার বিষয়ে হবে গণভোট
জাতীয় নির্বাচনের দিনই গণভোট: প্রধান উপদেষ্টা
জুলাই সনদ বাস্তবায়ন আদেশের গেজেট জারি
‘আলোচনা করে’ মত জানাবে ইসি
কুমিল্লায় মহাসড়কে নির্বিঘ্ন যান চলাচল নিরাপত্তায় ছিল কঠোর নজরদারি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
দেবিদ্বারে তিন প্রতিষ্ঠানকে জরিমানা
বাইউস্টে সিভিল ইঞ্জিনিয়ারিং উৎসব ২০২৫ অনুষ্ঠিত
কুমিল্লায় সর্বোচ্চ নিরাপত্তা মাঠে থাকবে ২৩শ পুলিশ
মা ও দুই বোনের পর চলে গেলেন কলেজ ছাত্র লিশান
হাজী ইয়াসিনকে মনোনয়নের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২